বাংলাদেশে করোনা পরিস্থিতি দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। মৃত্যু ও শনাক্তে এতদিনের সব রেকর্ড ছাড়িয়েছে। গেলো ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ২৩০ জনের। করোনা শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ৮৫৬ জনের।
আরও পড়ুনঃ করোনায় বিশ্বব্যাপী আক্রান্ত ১৮ কোটি ৬৪ লাখ ছাড়াল
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৪১৯ এবং এ পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন।
আরও পড়ুনঃ রামেকের করোনা ইউনিটে আরও ১৯ মৃত্যু
রবিবার সকাল পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬১ শতাংশ যা শনিবার ছিল ১.৬০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ২৯.৬৭ শতাংশ যা শনিবার ছিল ৩১.৪৬ শতাংশ। এবং এই পর্যন্ত দেশে সুস্থতার হার ৮৫.৬৪ শতাংশ।