দেশে করোনায় ক্ষতিগ্রস্ত অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে রেয়াতিমূলক ঋণ হিসেবে ২০ কোটি ডলার সাহায্য পাবে বাংলাদেশ।
বুধবার আইডিএর সাথে বাংলাদেশের স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় ফান্ডটি আসবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন এই ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।
আরও পড়ুন: ঋণের ফাঁদে পড়বে না বাংলাদেশ: পরিকল্পমন্ত্রী
রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (আরএআইএসই) শীর্ষক প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসপি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং প্রবাসী কল্যাণ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের তত্ত্বাবধানে বাস্তবায়ন করবে।
প্রকল্পটির লক্ষ্য করোনা মহামারিজনিত কারণে বিদেশ থেকে ফিরে আসা অভিবাসী শ্রমিক ও শহরাঞ্চলে নিম্ন আয়ের যুব সম্প্রদায়ের অর্থনৈতিক সুযোগ বাড়ানো।
আরও পড়ুন: দেশে মাথাপিছু বৈদেশিক ঋণ ২৪,৮৯০ টাকা
প্রকল্পের আওতায় নিম্ন আয়ের শহুরে যুবক ও মহামারির কারণে ক্ষতিগ্রস্ত যুব ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ, তথ্য আদান-প্রদান ও ঋণ প্রদানের মাধ্যমে অর্থনৈতিক অন্তর্ভুক্তি কর্মসূচির আওতায় আনা হবে।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য পিকেএসপি ১৫০ মিলিয়ন এবং ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ৫০ মিলিয়ন খরচ করবে।
প্রস্তাবিত ঋণটি ৩০ বছরের মধ্যে পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ পরিশোধযোগ্য।
আরও পড়ুন: জীবিকার উন্নয়নে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক