সিরাজগঞ্জের কাজিপুরে অভিযান চালিয়ে দেশীয় অনলাইন জুয়া চক্রের এজেন্টসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) উপজেলোর গোদাগাড়ী গাড়াবেড় গ্রামে এ ঘটনা ঘটেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই গ্রামের মৃত আশাদুল ইসলামের ছেলে মো. রবিউল হাসান (২১), মো. সোলায়মান হোসেনের দুই ছেলে মো. ফেরদৌস আলী (২৭) ও মো. রাসেল রানা (২৩), বিলচতল গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. রায়হান কবির (২৮), মাইজবাড়ী গ্রামের মো. হাছেন আলীর ছেলে মো. সুইট রেজা (২৬) এবং মৃত ইব্রাহিম হোসেনের ছেলে মো. ইলিয়াস উদ্দিন (৩৬)।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আবুল হাশেম সবুজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: র্যসাগর-রুনি হত্যা মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: র্যাব
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব-১২ এর অধিনায়ক মো. মারূফ হোসেনের নির্দেশনায় বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ১২টায় গোদাগাড়ী গাড়াবেড় গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অনলাইন জুয়া চক্রের এজেন্টসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অনলাইনে অবৈধভাবে বিভিন্ন প্রকার জুয়ার সাইট পরিচালনার মাধ্যমে অবৈধ লেনদেন করছিল। তারা অনলাইনে ডলারের মাধ্যমে জুয়া খেলতে বিভিন্নভাবে মানুষকে উৎসাহিত করছিল। প্রতি মাসে তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করছিল।
এতে আরও বলা হয়েছে, এ ঘটনায় কাজিপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: শেখ হাসিনার গাড়ি বহরে হামলাকারী ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি চুয়াডাঙ্গায় গ্রেপ্তার