বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম সবুজ (২২) ওই ইউনিয়নের কদমতলা গ্রামের ফারুক পহলানের ছেলে।
আহতদের মধ্যে সরোয়ার নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম রায়ভোগ গ্রামে সাবেক ইউপি সদস্য স্বপন খানের লোকজন জুয়ার আসর বসায়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে এবং পরে বিকালে ভ্রাম্যমাণ আদালত তাদের সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করে।
ঘটনার জেরে বিকাল সাড়ে ৫টার দিকে স্বপন খানের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে বর্তমান ইউপি সদস্য রাজুর সমর্থকদের মারধর করতে শুরু করেন। এক পর্যায়ে রাজুর লোকজনও সংঘবদ্ধ হয়ে স্বপনের লোকদের ওপর পাল্টা হামলা চালায়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নেয়ার পথেই সবুজ মারা যায়। আহতদের মধ্যে সাতজনকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় সব আইনগত ব্যবস্থা নেয়া হবে।’