ভার্চুয়াল আদালত
৩৪৫ শিশুর মুক্তিতে বাংলাদেশের প্রশংসা ইউনিসেফ’র
ভার্চুয়াল আদালতের মাধ্যমে কারাগারগুলো থেকে ৩৪৫ শিশুকে মুক্তি দেয়ার ঘটনায় বৃহস্পতিবার বাংলাদেশের প্রশংসা করেছে ইউনিসেফ।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি টোমো হোযুমি বলেন, ‘এটি বাংলাদেশে শিশুদের ন্যায়বিচার প্রাপ্তির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং শিশুদের জন্য সুরক্ষা, নিরাপত্তা ও তাদের সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দেয়ার ইঙ্গিত বহন করে।’
আরও পড়ুন: স্কুল আরও এক বছর বন্ধের ক্ষতি শিশুরা বইতে পারবে না: ইউনিসেফ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইউনিসেফের সহায়তায় ২০২০ সালের মে মাসে ভার্চুয়াল আদালতের কার্যক্রম চালু করে।
এরপর থেকে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ১ হাজার ৪০০ বেশি শিশুকে আটক কেন্দ্র থেকে মুক্ত করা হয়েছে। এই শিশুদের মধ্যে ০.৫ শতাংশেরও কম তাদের মুক্তির পর পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে টিকা পেয়েছে ২ কোটি ৮ লাখ শিশু: ইউনিসেফ
হোযুমি বিবৃতিতে বলেন, ‘আটকে রাখা হলে তা শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তাই অপ্রয়োজনীয় প্রাতিষ্ঠানিকীকরণ এড়ানো উচিত। যেসব শিশুর বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং যারা এর শিকার বা সাক্ষী, তাদের জন্য আটকে রাখা ব্যতীত অন্য কোনো ব্যবস্থা চালুর আহ্বান জানাচ্ছে ইউনিসেফ।
ইউনিসেফ প্রতিনিধি বলেন, ‘যেসব শিশু নিরাপদে তাদের পরিবারে বা উপযুক্ত বিকল্প যত্নে ফিরে যেতে পারে তাদের আটক কেন্দ্র থেকে ছেড়ে দেয়া উচিত।’
আরও পড়ুন: বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিন বিতরণে ইউনিসেফের সাথে কাজ করবে এমিরেটস
তিনি বলেন, যেহেতু বর্তমানে করোনা মহামারিতে লকডাউন চলাকালে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যখন কেন্দ্রগুলোতে সীমিত সংখ্যক কর্মী কাজ করছে এবং শিশুরা জনাকীর্ণ আটক কেন্দ্রগুলোতে সংক্রমণ, অবহেলা, নির্যাতনের শিকার হওয়ার উচ্চ ঝুঁকির মুখে রয়েছে।’
‘মহামারি চলাকালে বাংলাদেশ শিশুদের সুবিধা ও তাদের অধিকারের জন্য বিচার ব্যবস্থা সংস্কারের মাধ্যমে শক্তিশালী নেতৃত্ব প্রদর্শন করেছে,’ বলেন তিনি।
হোযুমি বলেন, শিশু-সম্পর্কিত মামলা বিচারাধীন থাকায় হাজার হাজার শিশুকে আটকে রাখা হয়েছে সেই মামলাগুলোর বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার মাধ্যমে এই গতি আমাদের ধরে রাখতে হবে।
তিনি বলেন, ‘শিশুদের ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ উন্নত করতে বাংলাদেশ সরকার, সুপ্রিম কোর্টের শিশু অধিকার বিষয়ক বিশেষ কমিটি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত ইউনিসেফ। ২০১৩ সালের শিশু আইনের প্রয়োগ জোরদার করার মাধ্যমে আমরা বাংলাদেশে পুলিশিসহ সব পর্যায়ে শিশুদের আটকে রাখা ঠেকাতে পারি।’
৩ বছর আগে
সপ্তাহে ৩ দিন চলবে ভার্চুয়াল আপিল বিভাগ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে সোমবার থেকে সপ্তাহে তিনদিন আপিল বিভাগের কার্যক্রম সীমিত পরিসরে চলবে।
রবিবার প্রধান বিচারপতির আদেশক্রমে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভার্চুয়ালি আপিল বিভাগের এক নম্বর কোর্ট প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত বিচার কার্যক্রম সীমিত পরিসরে পরিচালিত হবে।
এছাড়া ভার্চুয়ালি প্রতি সোমবার ও বুধবার সকাল ১১টা থেকে চেম্বার আদালত অতি জরুরি বিষয়ে শুনানি গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আজ থেকে হাইকোর্ট বিভাগেও ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে চারটি বেঞ্চে বিচার কার্যক্রম চলবে বলে পৃথক একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এর মধ্যে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে সকল প্রকার রিট মোশন, বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের নেতৃত্বাধীন বেঞ্চে সকল প্রকার দেওয়ানী মোশন, বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে সকল প্রকার ফৌজদারী মোশন এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চে কোম্পানি আইনের মামলাসমূহের শুনানি হবে।
করোনার বিস্তার রোধে চলাচলে ৭ দিনের নিষেধাজ্ঞা আরোপের মধ্যে গত ৫ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচার কার্যক্রম বন্ধ ছিল। শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে চেম্বার আদালতে অতি জরুরি বিষয়ে শুনানি করা হয়েছিল।
৩ বছর আগে
ফেসবুকে প্রধান বিচারপতিকে নিয়ে বিরূপ পোস্ট, আইনজীবীর ক্ষমা প্রার্থনা
প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য পোস্টকারী আইনজীবী সৈয়দ মামুন মাহবুব সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
৪ বছর আগে
৪ মাস পর ভার্চুয়ালি সোমবার বসছে আপিল বিভাগ
চারমাস বন্ধ থাকার পর সোমবার থেকে প্রতি সপ্তাহে দুদিন ভার্চুয়ালি বসছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
৪ বছর আগে
অনির্দিষ্টকালের জন্য ভার্চুয়াল আদালত চলতে পারে না: খন্দকার মাহবুব হোসেন
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জেষ্ঠ্য আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, অনির্দিষ্টকালের জন্য ভার্চুয়াল আদালত চলতে পারে না।
৪ বছর আগে
সব আদালত খুলে দিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের মানববন্ধন
করোনা মহামারি চলাকালে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে নিয়মিত আদালত চালুর দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা।
৪ বছর আগে
কিশোরসহ চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ চার আসামিকে দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
৪ বছর আগে
অর্থপাচার মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ রিমান্ডে
অর্থপাচার আইনে দায়ের করা মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত ও বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
৪ বছর আগে
অর্থ পাচার মামলায় বরখাস্তকৃত জেলার সোহেল রানার জামিন
অর্থ পাচারের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় চট্রগ্রাম কারাগারের বরখাস্তকৃত জেলার সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ।
৪ বছর আগে
নিম্ন আদালতের ১৩ বিচারক করোনা আক্রান্ত
সারা দেশে মঙ্গলবার পর্যন্ত অধস্তন আদালতের ১৩ বিচারক এবং ২৬ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
৪ বছর আগে