অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি।
এ সময় ডিএমপি কমিশনার গত মাসের কার্যক্রম পর্যালোচনা করে পুলিশ সদস্য ও কর্মকর্তাদের কর্ম উদ্দীপনা বাড়াতে তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এছাড়া তিনি অপরাধ বিশ্লেষণ, পরবর্তী কার্যক্রম ও অপরাধ নিয়ন্ত্রণের কৌশল সম্পর্কে তাদের দিক নির্দেশনা দেন।
তিনি বলেন, ‘দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। অপরাধ দমনে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া লাগবে।’
এ সময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অপারেশন) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:একুশে বইমেলায় নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি