সারাদেশে টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরও এক কোটি (১০ মিলিয়ন) ডোজ ফাইজার টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, সর্বশেষ এই অনুদানটি বিশ্বব্যাপী সব দেশের মধ্যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের দেয়া করোনা ভ্যাকসিনের বৃহত্তম প্রাপক করে তুলেছে।
বাংলাদেশকে এই পর্যন্ত ৬১ মিলিয়ন করোনার টিকা অনুদান হিসেবে দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া এই চালানটি টিকা দেয়ার ক্ষেত্রে দু’দেশের মধ্যে অংশীদারিত্ব এবং আমেরিকান জনগণের উদারতার বিষয়টি তুলে ধরে।
আরও পড়ুন: বাংলাদেশকে ফাইজারের আরও ৬০ লাখ ডোজ টিকা দিলো যুক্তরাষ্ট্র