ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের (সদর হাসপাতাল) শিশু ওয়ার্ড থেকে দুই মাস বয়সী একটি শিশু চুরির অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় এক নারীর বিরুদ্ধে।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় এই ঘটনার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
চুরি যাওয়া শিশুটি জেলা সদরের ভুল্লী মুন্সিরহাট এলাকার শিমুল ও হাসি বেগম দম্পতির সন্তান।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, শ্বাসকষ্ট নিয়ে রবিবার (৯ মার্চ) শিশুটিকে হাসপাতালে ভর্তি করান তার বাবা-মা। দুদিন সেখানে তার চিকিৎসা চলার পর গতকাল (সোমবার) সন্ধ্যায় হাসপাতাল থেকে তাকে চুরি করে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় এক নারী।
এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৯টার দিকে শিশুটির স্বজন ও উত্তেজিত জনতা হাসপাতালের ফটকের সামনের আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষোভে শিশুটিকে শিগগিরই উদ্ধারের দাবি জানানো হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সারা রাত ধরে চেষ্টা চালিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিশুটিকে উদ্ধারে সফল না হওয়ায় আজ (মঙ্গলবার) দুপুরে ফের শহরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র-জনতা। তারা শহরের চৌরাস্তায় সড়কে অবস্থান নিয়ে শিশুটিকে উদ্ধার ও অপরাধীর বিচার দাবি করে স্লোগান দেয়।
এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা সেখানে উপস্থিত হয়ে উত্তেজিত ছাত্র-জনতাকে শান্ত করার চেষ্টা করেন। বলেন, ‘সিসি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করা হয়েছে। প্রযুক্তির সাহায্যে তার অবস্থান সম্পর্কে জানা গেছে। আজকের মধ্যেই শিশুটিকে উদ্ধার ও চোরকে আটক করা সম্ভব হবে।’ পরে জেলা প্রশাসকের আশ্বাসে বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করে।
আরও পড়ুন: ভোলায় হাসপাতাল থেকে শিশু চুরির চেষ্টার অভিযোগে নারী গ্রেপ্তার
ঘটনার পর শিশুটি উদ্ধারে জরুরি বৈঠকে বসেন স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম বলেন, ‘হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ পেয়েছি। আমরা হাসপাতালের সমস্ত সিসিটিভির ফুটেজ চেক করে দেখতে পাই, এক নারী শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন। চুরি হওয়া শিশুটি উদ্ধারে চেষ্টা চলছে।’
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, ‘চুরি যাওয়া শিশুটির ব্যাপারে প্রয়োজনীয় আমাদের হাতে এসেছে। শিগগিরই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে।’