মাঝ আকাশে পাইলট হৃদরোগে আক্রান্ত হওয়ায় ঢাকাগামী বিমান বাংলাদেশের একটি যাত্রীবাহী ফ্লাইট শুক্রবার ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে। বোয়িং ৭৩৭-৮ বিমানটি মাস্কাট থেকে ১২৬ জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল।
বিমান পরিবহনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের কাছাকাছি থাকাকালীন বিমানটির সহ-পাইলট জরুরি অবতরণের জন্য পূর্ব শহর কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেছিলেন।
আরও পড়ুন: কাবুলে ইউক্রেনের বিমান ছিনতাই
কলকাতা এটিসি সহ-পাইলটকে কাছের বিমানবন্দরে অবতরণ করতে বললে বেলা ১১.৪০টার দিকে যাত্রীবাহী বিমানটি মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
অবতরণের পর পাইলটকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
আরও পড়ুন: দেশ ছাড়ছে আফগানরা, বিমানবন্দরে বিশৃঙ্খলা