মেয়র প্রার্থী
মসিক নির্বাচন: মেয়র প্রার্থী টজুর ১৫ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা
আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ১৫ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন হাতি প্রতীকের মেয়র পদপ্রার্থী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান টজু।
সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।
তিনি বিজয়ী হলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে একটি আধুনিক ডিজিটাল নগরী হিসেবে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন সাদেকুল।
এ ছাড়া নগরীর বাসিন্দাদের হোল্ডিং ট্যাক্স সামঞ্জস্যপূর্ণ এবং দুর্ভোগ লাঘব করা, নগরীকে যানজট ও বায়ূ দূষণমুক্ত করা, নগরীর গুরুত্বপূর্ণ সড়কে ওভার ব্রিজ ও ফ্লাইওভার নির্মাণ করা, জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনেজ সিস্টেম আধুনিক, প্রশস্ত ও উন্নত করা এবং ব্রহ্মপুত্র নদ ড্রেজিং করে এর নাব্য ফিরিয়ে আনা, ব্রহ্মপুত্র নদীর পাড় দিয়ে ওয়াকওয়ে নির্মাণ করার প্রতিশ্রুতি দেন তিনি ।
আরও পড়ুন: জেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ করতে বললেন গণপূর্তমন্ত্রী
শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে এর সুনাম বৃদ্ধি করাসহ ময়মনসিংহ মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
আন্তঃজেলা বাস টার্মিনালটি নির্মিতব্য স্টিল আর্চওয়ে ব্রিজকে বিবেচনায় নিয়ে সুবিধাজনক স্থানে স্থানান্তর করা,
পরিকল্পিতভাবে পার্ক, পাবলিক টয়লেট ইত্যাদি নির্মাণ করা বরে বলেও জানানেএ প্রার্থী।
এ ছাড় খেলাধুলা, চিত্তবিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করে যুব সমাজকে মাদকাসক্তি ও অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার উদ্যোগ গ্রহণ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন।
ইশতেহারে আরও বলা হয়, শশীলজ, জয়নুল যাদুঘরসহ অন্যান্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে আরও উন্নত ও সমৃদ্ধ করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে নগরীর প্রধান প্রধান সড়ক পরিষ্কার ও জঞ্জাল মুক্ত করা এবং আনন্দ মোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরীত করতে উদ্যোগ নেওয়ার কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাদেকুল হক খান বলেন, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রধান দায়িত্ব পালন করেছি। আশা করি আমার নির্বাচনে নৌকার এমপি মোহিত উর রহমান শান্ত’র সমর্থন আছে।
এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ খান, সদস্য বদর উদ্দিন আহাম্মদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহমান আল হোসাইন তাজ ও সদস্য আল নুর রাজিব, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি কৃষিবিদ সামছুন নাহার শারমীনসহ আরও অনেকে ছিলেন।
আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: নির্বাচনে না আসায় বিএনপিকে খেসারত দিতে হবে: কাদের
গত মাসের নির্বাচন নিয়ে বিশ্বের কোনো নেতা প্রশ্ন তোলেননি: প্রধানমন্ত্রী
৮ মাস আগে
সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বরিশালে বিএনপির ১৯ নেতাকে আজীবন বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় ‘মীরজাফর’ আখ্যা দিয়ে মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনসহ বিএনপির ১৯ নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
রবিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত কাউন্সিলর প্রার্থীরা হলো- বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির তিন যুগ্ম আহবায়ক ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান টিপু, ৯ নম্বর ওয়ার্ডের হারুন অর রশিদ ও ১৯ নং ওয়ার্ডের শাহ আমিনুল ইসলাম আমিন।
আরও পড়ুন: নিঃসন্দেহে জনগণের টাকা লুটপাটের জন্য এটি একটি স্মার্ট বাজেট: বিএনপি
এছাড়াও নির্বাচনে থাকা মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ৯ নং ওয়ার্ডের সেলিম হাওলাদার, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড থেকে জাহানারা বেগম, ৮ নম্বর ওয়ার্ড থেকে সেলিনা বেগম এবং ১০ নম্বর ওয়ার্ড থেকে অংশ নেয়া রাশিদা পারভীন।
নগরীর ১৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিয়াউল হক মাসুম, একই ওয়ার্ডের প্রার্থী দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি, একই ওয়ার্ডের প্রার্থী বরিশাল জেলা তাতি দলের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ শাহীন, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, নগরীর ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সভাপতি হাবিবুর রহমান ফারুক, ৯ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি সৈয়দ হুমায়ন কবির লিংকু, ১৫ নং ওয়ার্ড থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, ২২ নং ওয়ার্ড মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক জেসমিন সামাদ, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মহানগরের সাবেক সহসভাপতি ফিরোজ আহম্মেদ, ২৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদউদ্দিন হাওলাদার এবং ২৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক হুমায়ন কবির।
কামরুল আহসান রুপনকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বরিশাল সিটির ভোটে অংশ নেওয়ায় করা শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় রুপনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
এছাড়া তাকে মীরজাফর আখ্যা দেওয়া হয়।
এদিকে আরও ১৮ বিএনপি নেতা কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করায় তাদেরও কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। তাদের অনেকের জবাব সন্তোষজনক না হওয়া এবং অনেকে জবাব না দেওয়ায় তাদের আজীবন বহিষ্কার করা হয়।
এর আগে মহানগর বিএনপি ১৯ বিএনপি নেতাকে বহিষ্কারের সুপারিশ করেছিলো কেন্দ্র বিএনপির কাছে।
আরও পড়ুন: জাপান বুঝতে চায় বাংলাদেশে কী হচ্ছে, আগামীতে কী হতে যাচ্ছে: বিএনপি
সিলেট সিটি নির্বাচন: বিএনপির মেয়র প্রার্থীসহ ৪১ নেতাকর্মীকে শোকজ
১ বছর আগে
সিলেট সিটি নির্বাচন: বিএনপির মেয়র প্রার্থীসহ ৪১ নেতাকর্মীকে শোকজ
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় সিলেট বিএনপির ৪১ নেতাকর্মীকে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি।
এদের মধ্যে একজন মেয়র প্রার্থী এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চার জন রয়েছেন।
শনিবার (৩ জুন) বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী পৃথকভাবে এসব শোকজ নোটিশ ইস্যু করেছেন।
আরও পড়ুন: সিলেট সিটি নির্বাচন: ১১ মেয়র প্রার্থীসহ ৩৮৭ জনের মনোনয়নপত্র দাখিল
এছাড়া শোকজে আগামী ২৪ ঘন্টার মধ্যে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সেই মর্মে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়- বিগত ১৫ বছর ধরে অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপিসহ দেশপ্রেমিক জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়া দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে কারাভোগ করছেন। নিপীড়ক সরকার বিএনপি নেতাকর্মীদের হত্যা, নির্যাতন এবং প্রায় ৫০ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করছে। ইতোমধ্যে আমাদের অনেক নেতাকর্মীকে গুম করে রাখা হয়েছে।
এতে আরও বলা হয়, এমতাবস্থায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই অবৈধ সরকারের অধীনে কোনো প্রকার নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অথচ আপনি দলের একজন সদস্য হয়ে ব্যক্তিস্বার্থ চিন্তা করে এই সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন।
সুতরাং কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্দিষ্ট সময়ে শোকজের সন্তোষজনক জবাব দিতে না পাড়লে দল উনাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে।’
আরও পড়ুন: সিলেট সিটি নির্বাচন: আ. লীগ ও জাতীয় পার্টির প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
সিলেট সিটি নির্বাচন: দলীয় সিদ্ধান্ত মেনে সরে দাঁড়ালেন আরিফ
১ বছর আগে
সিলেট সিটি নির্বাচন: ১১ মেয়র প্রার্থীসহ ৩৮৭ জনের মনোনয়নপত্র দাখিল
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন মঙ্গলবার (২৩ মে) পর্যন্ত মেয়র পদে ১১ জনসহ মোট ৩৮৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিন সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মোট ৩৮৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে ১১ জন, সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডে ৮৯ জন ও সাধারণ (পুরুষ) ওয়ার্ডে ২৮৭ জন।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।
এর আগে গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেন সম্ভাব্য প্রার্থীরা।
২৭ দিনে মেয়র পদে মোট ১১ জন এবং সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৪৫৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে কাউন্সিলর পদে ৪৫৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমা করেন ৩৭৬ জন প্রার্থী।
আরও পড়ুন: সিসিক নির্বাচনে এক-তৃতীয়াংশ প্রার্থীই বিএনপির: পররাষ্ট্রমন্ত্রী
সৈয়দ কামাল হোসেন জানান, মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ১১ জন। এর মধ্যে দলীয়ভাবে নির্বাচনের জন্য চারজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান ও জাকের পার্টির প্রার্থী মো. জহিরুল আলম।
এছাড়াও স্বতন্ত্রভাবে মনোনয়ন দাখিল করা মেয়র প্রার্থীরা হলেন- মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান, সামছুন নুর তালুকদার, মো. ছালাহ উদ্দিন রিমন, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপস্থিতে এক উৎসবমুখর হয়ে উঠে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় প্রাঙ্গন। সকাল থেকেই শুরু হয় মনোনয়নপত্র জমা নেওয়া। এ সময় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
দুপুর সোয়া ১২টার দিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আসেন। এ সময় দলের ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মীকে সেখানে উপস্থিত দেখা গেছে। পরে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান এবং তাদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র জমা দেন।
জানা গেছে, নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন সিলেট সিটির ভোট। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ২৩ মে। ২৫ মে মনোনয়ন ফরম বাছাই এবং ১ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। আগামি ২ জুন প্রতীক বরাদ্দ শেষে আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা।
আরও পড়ুন: মেট্রোরেল স্টেশনকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ডিএনসিসিকে অর্থায়ন করবে বিশ্বব্যাংক
১ বছর আগে
মেয়র প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই, অপহরণের ৪ ঘণ্টা পর উদ্ধার
ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে একজন মেয়র প্রার্থীর কাছ থেকে মনোনয়নপত্র ছিনতাই ও ওই প্রার্থীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (১০ অক্টোবর) বিকালে উপজেলা গেইট এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণের পর প্রায় চার ঘণ্টা অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে অপহরণকারীরা।
মনোনয়পত্র জমা দেয়ার সময়সীমা শেষ হওয়ার পর রাতে পৌরসভার বাঁশপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
ঘটনাস্থল থেকে শিশির ও মেজবাহ উদ্দিন নামে দুজনকে আটক করেছে পুলিশ।
অপহৃত মেয়র প্রার্থী আবদুল হালিম (৩৮) ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের ছিদ্দিক আহম্মদের ছেলে।
আবদুল হালিম অভিযোগ করেন, বিকালে তিনি তার কয়েকজন আত্মীয়কে সাথে নিয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়া জন্য যাচ্ছিলেন। উপজেলা গেইটে গেলে বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. মোস্তফার কয়েকজন সমর্থক তার গতিরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে মারধর শুরু করেন। তার হাতে থাকা মনোনয়নপত্র ছিনিয়ে নেয় এবং তাকে টেনে হেঁচড়ে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখেন। ফলে তিনি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে পারেন নি।
ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ জানান, ঘটনাটি শোনার পর তিনি ছাগলনাইয়া যান এবং ঘটনার সত্যতা দেখতে পান।
তিনি জানান, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
পড়ুন: কলেজ ছাত্রকে অপহরণ: ছাত্রলীগ নেতাসহ আটক ৩
এ বিষয়ে ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র এবং আ. লীগ মনোনীত প্রার্থী মো. মোস্তফাকে একাধিকবার তার মুঠোফোনে কল দিলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।
ছাগলনাইয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, তার কার্যালয়ের সামনে হৈচৈ হয়েছে। তবে নির্বাচন কার্যালয়ে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। কেউ অভিযোগও করেনি। বাইরে কোন ঘটনা হলে সেটি তার জানার কথা নয়।
ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে বিস্তারিত কিছুই জানেন না।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এক প্রার্থীর অভিযোগে ভিত্তিতে পুলিশ দুজনকে আটক করেছে। ঘটনার সাথে জড়িত অপরাধীদের আটকের চেষ্টা চলছে।
তফসিল অনুযায়ী, ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপিল নিষ্পত্তির ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ ২ নভেম্বর।
পড়ুন: বিয়ে বাড়ি থেকে বর উধাও: অপহরণ নাকি আত্মগোপন!
গাইবান্ধায় হরিজন সম্প্রদায়ের কিশোরীকে অপহরণের পর ‘সংঘবদ্ধ ধর্ষণের’ অভিযোগ
৩ বছর আগে
নিউইয়র্ক সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, অপেক্ষা ফলাফলের
মঙ্গলবার শুরু হওয়া নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটারসহ মেয়র প্রার্থীদের ফলাফলের জন্য দীর্ঘ, উদ্বেগজনক অপেক্ষার প্রহর চলছে।
এবারের নির্বাচন হয়েছে ‘র্যাঙ্কড চয়েস ভোটিং’ পদ্ধতিতে। এতে একজন ভোটার তার পছন্দের ৫ জন প্রার্থীকে ক্রমানুসারে ভোট দিতে পেরেছেন।
আরও পড়ুন: নির্বাচনে হেরে আমেরিকাতেও ভোট কারচুপির অভিযোগ তোলা হয়েছে: ইসি
মেয়র বিল ডে ব্লাসিও সহ কয়েকজন প্রার্থী যদি নির্বাচিত হয় তাহলে ইতিহাস তৈরির সম্ভাবনা রয়েছে। কে শীর্ষে আসবে তার ওপর নির্ভর করে এই শহরটি তার প্রথম মহিলা মেয়র অথবা তার প্রথম এশিয়ান আমেরিকান মেয়র বা দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র পেতে পারে।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯ টা নাগাদ ভোটগ্রহণ বন্ধ হওয়ার পরে, নিউইয়র্ক সিটির ইলেকশন বোর্ডগুলি ব্যক্তিগতভাবে দেওয়া ভোটের আংশিক ফলাফল প্রকাশের পরিকল্পনা করেছিল। তবে প্রাথমিক চিত্রটি বিভ্রান্তিমূলক হতে পারে, কারণ এতে কেবলমাত্র প্রার্থীরা তাদের প্রথম পছন্দ হিসাবে স্থান পেয়েছে এমন তথ্য থাকবে।
আরও পড়ুন: ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন ইব্রাহিম রাইসি
উল্লেখ্য, এ বছর ডেমোক্রেট দলীয় প্রাইমারি নির্বাচনে মেয়র পদে ৯ জনসহ মোট ৫২৯ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অগ্রিম ভোট, মেইল ভোট এবং ভোটের দিন, এই তিন পদ্ধতিতে ভোট প্রদানের নিয়ম রয়েছে।
আরও পড়ুন: শিশুদের শিল্প, সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে ইরানি রাষ্ট্রদূতের আহ্বান
গত ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত অগ্রিম ভোট প্রদান চলে। তবে মেইল ভোট চলবে জুন মাস জুড়ে। আর এই নিউইয়র্ক সিটির চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে চলতি বছরের ২ নভেম্বর মঙ্গলবার।
তবে এই প্রাইমারি ভোটের ফলাফলই অনেকটা নির্ধারণ করে দেবে কে হতে যাচ্ছেন নিদ্রাহীন শহর নিউইয়র্কের পরবর্তী মেয়র।
৩ বছর আগে
সিংগাইর পৌর নির্বাচন: ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল
পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
৩ বছর আগে
চসিক নির্বাচন: নৌকার পক্ষে নায়ক-নায়িকাদের প্রচারণা
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে নগরীতে প্রচার অভিযানে নেমেছেন চলচ্চিত্রের নায়ক-নায়িকারা।
৩ বছর আগে
পৌর নির্বাচন: চান্দিনায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১১
কুমিল্লার চান্দিনায় নির্বাচনী প্রচারণার সময় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছে।
৩ বছর আগে
পৌর নির্বাচন: শৈলকুপায় ২ মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮
ঝিনাইদহের শৈলকুপা পৌর নির্বাচনের প্রচারণাকালে আওয়ামী লীগ ও বিদ্রোহী মেয়র প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
৩ বছর আগে