কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকা থেকে ৯ কেজি ক্রিস্টাল মেথ বা আইস জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার রাতে উখিয়া উপজেলার বালুখালী কাটাপাহাড় এলাকায় ক্রিস্টেল মেথের একটি চালান আসবে এমন খবরে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়ে মাদককারবারিরা গুলি ছুড়ে। পরে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।
পরে সেখান থেকে ৯ কেজি ক্রিস্টেল মেথ বা আইস উদ্ধার করা হয়। এ ঘটনায় উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: উখিয়া থেকে ২৫ কোটি টাকা মূল্যের আইস জব্দ