বিশেষ অভিযান চালিয়ে দিনাজপুরে বিরামপুর সীমান্ত এলাকা থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসময় এক চোরাকারবারিকে আটকের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
উপজেলার কাটলা বাজার এলাকা থেকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হবে।
আটক গোলজার হোসেন (৫০) গোলজার উপজেলার বাঁসুপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বিরামপুরের কাটলা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের খবর পেয়ে পুলিশের একটি টিম সীমান্তবর্তী কাটলা বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের অবস্থান টের পেয়ে স্বর্ণের বারগুলো রেখে পালানোর চেষ্টাকালে গোলজারকে আটক করে পুলিশ।
ওসি জানান, আটক গোলজারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় হিলি সীমান্তের হাড়ীপুকুর এলাকা দিয়ে ভারতে পাচারের সময় চারটি স্বর্ণের বার উদ্ধারসহ এক চোরাকারবারিকে আটকের দাবি করে বিজিবি। আটক নজরুল ইসলাম (৫০) হাকিমপুর উপজেলার রায়ভাগ-হাড়ীপুকুর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: ভারতে পাচারকালে স্বর্ণের বার জব্দ, হিলিতে আটক ১
চট্টগ্রাম বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বারসহ নিরাপত্তারক্ষী আটক