গাজীপুরে অস্ত্র, মাদক ও জাল নোটসহ চার চোরাকারবারিকে আটকের দাবি করেছে গাজীপুর মহানগর পুলিশ।
তারা হলেন-মোমেনা বেগম (৩৮), নুরুল ইসলাম (৩৪), সুজন মোল্লা (২৯) ও সোহরাব (৩৩)।
মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু সায়েব নয়ন জানান, রবিবার ভোরে টঙ্গী পশ্চিম থানা হাজীর মাজার বস্তি এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায়। এ সময় নুরুল ইসলামকে এক হাজার ৫০০ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। নুরুলের দেয়া তথ্য মতে তার ঘরের খাটের তোষকের নিচ থেকে একটি পুরাতন লোহার তৈরি কালো রঙের রিভলবার উদ্ধার করা হয়। নুরুল ইসলামের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, টঙ্গী পূর্ব থানার ব্যাংক মাঠ বস্তি এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মাদক চোরাকারবারি মোমেনা বেগমকে এক হাজার পুরিয়া হেরোইন ও ৫০ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়। তার নামে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। ব্যাংক মাঠ বস্তি থেকে একই সময়ে সোহরাব হোসেনকে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি জাকির খান গ্রেপ্তার, বিদেশি পিস্তল জব্দ
শনিবার নগরের পূবাইল থানায় অভিযান চালিয়ে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক সুজন মোল্লাকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটকদের নামে মামলা দিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।