শনিবার ভোরে নিজ বাড়ির পাশের মেহগনি গাছের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখা যায়।তিনি শিকারপুর গ্রামের ইব্রাহিমের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল জানান, শনিবার ভোরে শারমিন খাতুনকে খোঁজাখুঁজি করে না পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। পরে এলাকার লোকজন বাড়ির পাশের বাগানে গাছের সাথে শারমিন খাতুনের নিথর দেহ ঝুলে থকাতে দেখে পুলিশকে খবর দেয়।
নিহতের মানসিক (মাথায় সমস্যা) ছিল বলে জানান এ ইউপি সদস্য।
নিহতের স্বামী বলেন, ‘আমার স্ত্রীর মাথায় সমস্যা থাকায় আমরা দেখেশুনে রাখতাম। কিন্তু হঠাৎ সকালে বাড়ি না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। পরে দেখতে পাই বাড়ির পাশে মেহগনি বাগানে গাছের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।’
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, মৃত নারীর স্বামী ও গ্রামের মেম্বার থানায় এসে জানান তার মাথায় সমস্যা ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’