এশিয়া
গুজরাটে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।
টানা চতুর্থ দিনের মতো রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশের দেওয়াল ভেঙে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, বন্যাকবলিত এলাকাগুলো থেকে প্রায় ১৮ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং রাজ্যের ৪০ হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে।
বৃষ্টিপাতের সাময়িক বিরাম সত্ত্বেও ভদোদরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত বিশ্বামিত্রী নদীর তীর উপচে আবাসিক এলাকাগুলো প্লাবিত হয়েছে। এর ফলে বিস্তৃত নিম্নাঞ্চলে মারাত্মক বন্যার দেখা দিয়েছে।
আজওয়া ও প্রতাপপুরা জলাধার থেকে বিশ্বামিত্রী নদীতে পানি ছাড়ার পরে বেশ কয়েকটি অঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাজ্যের ১৪০টি জলাধার ও বাঁধ এবং ২৪টি নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আরও পড়ুন: গুজরাটে ভারী বৃষ্টিতে নিহত ৪, নিখোঁজ ৭
বুধবার দ্বারকা, জামনগর, রাজকোট ও পোরবন্দরে ১২ ঘণ্টায় ৫০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দ্বারকার ভানবাদ এলাকায় এই সময়ে ১৮৫ মিমি বৃষ্টিপাত হয়েছে, যা রাজ্যের সর্বোচ্চ।
বৃষ্টির জেরে রাজ্যে যান চলাচল, ট্রেন পরিষেবা ও বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে।
প্রবল বৃষ্টির মধ্যে ভদোদরায় কুমিরের অস্বাভাবিক উৎপাত দেখা দিয়েছে। ৩০০ কুমিরের আবাসস্থল বিশ্বামিত্রী নদী প্লাবিত হওয়ায় এই সরীসৃপগুলো মানুষের বসতিতে ঢুকে পড়েছে, যা বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার একটি বাড়ির ছাদে ও রাস্তায় বেশ কয়েকটি কুমিরকে বিশ্রাম নিতে দেখা গেছে।
৪৮৬ দিন আগে
দ. কোরিয়ায় সড়ক ভেঙে ঢুকে গেল গাড়ি, আহত ২
দক্ষিণ কোরিয়ার একটি ব্যস্ত সড়কের নিচে থাকা পয়ঃনিষ্কাশন লাইন ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়ায় সিঙ্কহোলের সৃষ্টি হয়ে একটি গাড়ি তার মধ্যে পড়ে গিয়ে গাড়িটির দুই আরোহী আহত হয়েছেন।
দেশটির রাজধানী সিউলে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিওদামুন জেলা ফায়ার স্টেশন।
ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গেছে, সিউলের কেন্দ্রীয় অংশের একটি সড়কে অন্তত আড়াই মিটার গভীর (৮ ফুট গভীর) গর্তের মধ্যে একটি সাদা স্পোর্টস কার আটকে আছে।
খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিতে থাকা ৮২ বছর বয়সী পুরুষ চালক ও ৭৬ বছর বয়সী এক নারী আরোহীকে উদ্ধার করেন সিউলের জরুরি বিভাগের কর্মীরা।
দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় গত বছর জানিয়েছিল, ২০১৯ থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত দেশটিতে অন্তত ৮৭৯টি সিঙ্কহোলের ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রায় অর্ধেকই ক্ষতিগ্রস্ত নর্দমার পাইপের কারণে হয়েছে বলে সে সময় জানিয়েছিল মন্ত্রণালয়।
গত সপ্তাহে মালয়েশিয়াতেও একই ঘটনা ঘটে। দেশটির রাজধানীর একটি সড়কের ফুটপাথ ধসে অন্তত ৮ মিটার গভীর গর্তে পড়ে ৪৮ বছর বয়সী এক পর্যটক নিখোঁজ হন।
স্থানীয় প্রশাসন জানায়, ভুক্তভোগী সম্ভবত ভূগর্ভস্থ পানির স্রোতে ভেসে গিয়েছেন।
৪৮৭ দিন আগে
ইয়েমেনে আকস্মিক বন্যায় ২৫ জনের মৃত্যু
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-মাহউইত প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা ভারী বৃষ্টিপাতের ফলে এ বন্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার প্রদেশের মালহান জেলায় তিনটি বাঁধ ধসে অর্ধশতাধিক ঘরবাড়ি ভেসে গিয়েছে।
এখনও বেশ কয়েকজন গ্রামবাসী নিখোঁজ থাকায় উদ্ধারকাজ চলছে বলে সূত্রটি জানিয়েছে।
চলতি মাসের শুরুর দিকে উত্তরাঞ্চলীয় হোদেইদাহ ও হাজ্জাহ প্রদেশে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় ৪৫ জনের প্রাণহানি ঘটে এবং ১২ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
দেশটিতে বর্ষা মৌসুমের এই টানা বৃষ্টি ও বন্যার মধ্যে দূষিত পানি ও দুর্বল পয়ঃনিষ্কাশনের কারণে রোগের সম্ভাব্য বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
৪৮৮ দিন আগে
গুজরাটে ভারী বৃষ্টিতে নিহত ৪, নিখোঁজ ৭
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বিভিন্ন ঘটনায় অন্তত চারজন নিহত ও সাতজন নিখোঁজ হয়েছেন।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার (২৬ আগস্ট) থেকে মঙ্গলবার পর্যন্ত গুজরাটের বিভিন্ন অংশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে।
রাজ্যের ত্রাণ কমিশনার অলোক কুমার পান্ডেকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার থেকে মোরবি ও দাহোদ জেলায় একজন করে এবং গান্ধীনগর জেলায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়া সোমবার মোরবি জেলায় একটি প্লাবিত মহাসড়কে ট্রাক্টর-ট্রলি ভেসে যাওয়ার পর সাতজন নিখোঁজ হন বলে খবরে বলা হয়েছে। ট্রলিটিতে ১৭ জন থাকলেও ১০ জন বেরিয়ে আসতে সক্ষম হন এবং সাতজন ভেসে যান। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ভদোদরার মধ্য দিয়ে প্রবাহিত বিশ্বামিত্রী নদীর কারণে নিচু এলাকার আবাসিক এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্যার কারণে যানবাহন চলাচলেও প্রভাব পড়েছে।
আরও পড়ুন: নেপালে ভারতীয় বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ২৭
৪৮৮ দিন আগে
থাইল্যান্ডে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ২২
থাইল্যান্ডে আকস্মিক বন্যা ও ভূমিধসে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৯ জন।
সোমবার (২৬ আগস্ট) দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ এক বিবৃতিতে জানায়, ভারী মৌসুমী বৃষ্টিপাতের কারণে ১৬ আগস্ট থেকে দেশটির ১৩টি প্রদেশের ৩০ হাজার ৯০০ এরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষ বন্যার পানি নিষ্কাশনের জোরদার প্রচেষ্টা চালাচ্ছে এবং উত্তরাঞ্চলীয় ৫টি প্রদেশের ক্ষতিগ্রস্ত ৭৩৭টি গ্রামে ত্রাণ সরবরাহ করা হচ্ছে।
রাজ্যের ৩১টি প্রদেশের বাসিন্দাদের আকস্মিক বন্যা, গাছ উপড়ে যাওয়া এবং তীব্র বাতাসে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়াও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে এবং জরুরি প্রতিক্রিয়া দল ও যন্ত্রপাতি প্রস্তুত রাখতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
৪৯০ দিন আগে
পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলায় নিহত ২৩
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে ২৩ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।
বেলুচিস্তান প্রদেশের কুসাখাইল জেলায় রাতভর এ হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আইয়ুব আচাকজাই।
হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে অন্তত ১০টি গাড়ি পুড়িয়ে দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলাকে 'বর্বরোচিত' আখ্যা দিয়ে বলেছেন, যারা এর পেছনে রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে। কেউ রেহাই পাবে না।
তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা প্রায়ই দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাবের শ্রমিক ও অন্যদের হত্যা করে। এটি তাদের প্রদেশ ছাড়তে বাধ্য করার প্রচারের একটি অংশ। বছরের পর বছর ধরে এই বিদ্রোহ চলছে।
এর আগে এ ধরনের বেশিরভাগ হত্যাকাণ্ডের জন্য নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি ও ইসলামাবাদের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বাধীনতার দাবিতে লড়াই করা অন্যান্য গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। প্রদেশটিতে ইসলামি জঙ্গিদেরও উপস্থিতি রয়েছে।
৪৯০ দিন আগে
নেপালে ভূমিধসে নিহত ৬
নেপালের মধ্যাঞ্চলে ভূমিধসে তিনটি বাড়ি ধসে গেছে। এ ঘটনায় ৬ জন নিহত ও একজন আহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার (২৫ আগস্ট) রাত ৩টার দিকে রামেছাপ জেলার শৈলুং গ্রামীণ পৌরসভায় ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টিপাতের ফলে এই দুর্যোগের সৃষ্টি হয়।
এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন জানিয়ে জেলা পুলিশের মুখপাত্র কৌশল নিউপানে বলেন, ‘আমাদের দল নিখোঁজদের সন্ধানে কাজ করছে।’
আরও পড়ুন: নেপালে ভারতীয় বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ২৭
তিনি বলেন, স্থানীয় নদীর ওপর একটি সেতু বন্যায় ভেসে যাওয়ায় জেলার অন্যান্য অংশের সঙ্গে যাতায়াত কঠিন হয়ে পড়েছে।
নেপাল পুলিশ জানিয়েছে, মৌসুমী বৃষ্টিপাতজনিত দুর্যোগে শুক্রবার পর্যন্ত দেশটিতে ১৯৫ জন নিহত, ২৪৭ জন আহত এবং ৪৯ জন নিখোঁজ রয়েছেন।
৪৯০ দিন আগে
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় নিহত ২২
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন।
রাওয়ালকোট অঞ্চলের আজাদ পাটান পানা পুল এলাকার কাছে রবিবার (২৫ আগস্ট) বাসটি গভীর খাদে পড়ে যায়।
পুঞ্চের কমিশনার সরদার ওয়াহিদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ, উদ্ধারকারী দল ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।
আরও পড়ুন: পাকিস্তানে তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১২, আহত ২২
তিনি জানান, নারী ও শিশুসহ ২২টি লাশ রাওয়ালকোটের একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিধ্বস্ত কোচের ভিতরে যাতে কেউ অবশিষ্ট না থাকে তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চলছে।
ওই কর্মকর্তা আরও জানান, কোচটি পাকিস্তানের পূর্বাঞ্চলীয় গ্যারিসন শহর রাওয়ালপিন্ডি থেকে রাওয়ালকোটের দিকে যাচ্ছিল।
৪৯০ দিন আগে
ইন্দোনেশিয়ার টেরনেট দ্বীপে বন্যায় নিহত ১৩
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় টেরনেট দ্বীপে প্রবল বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভয়াবহ এই বন্যায় সেখানকার আবাসিক এলাকাগুলো প্লাবিত হয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর মালুকু প্রদেশের রুয়া গ্রাম। সেখানকার প্রধান সড়ক ও ওই অঞ্চলের প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। বহু বাড়িঘর কাদার নিচে চাপা পড়েছে।
উদ্ধারকারী দল স্থানীয়দের সঙ্গে লাশ উদ্ধার ও নিখোঁজদের সন্ধানে কাজ করছে।
আরও পড়ুন: চীনের উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টিতে নিহত ১১, নিখোঁজ ১৪
দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, আসন্ন দিনগুলোতে টের্নেট সিটি এলাকা ও এর আশপাশে উচ্চ মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকতে এবং বন্যা পরিস্তিতি অবনতির ক্ষেত্রে নির্দেশাবলী মেনে চলার পরামর্শ দিয়েছে।
ভারী বৃষ্টিপাতের ফলে ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিধস এবং আকস্মিক বন্যা দেখা দেয়। দ্বীপরাষ্ট্রটিতে লাখ লাখ মানুষ পার্বত্য অঞ্চল ও প্লাবনভূমির কাছাকাছি বাস করে।
৪৯০ দিন আগে
পাকিস্তানে তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১২, আহত ২২
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১২ জন নিহত ও ২২ জন আহত হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) সকালে লাসবেলা জেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
যাত্রীরা পূর্ব পাঞ্জাব প্রদেশ থেকে ইরানে তীর্থযাত্রার জন্য যাচ্ছিলেন।
আরও পড়ুন: চীনের উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টিতে নিহত ১১, নিখোঁজ ১৪
আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, সড়ক রক্ষণাবেক্ষণের অভাব, সড়ক নিরাপত্তা আইন লঙ্ঘন এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬
৪৯১ দিন আগে