দিনের প্রথম দুই সেশন শেষে দুই অভিষিক্ত কাইল মায়ার্স ও এনক্রুমা বোনারের ব্যাটে চড়ে নিজেদের লক্ষ্যে ভালোই এগিয়ে যাচ্ছিল সফরকারীরা। তবে তৃতীয় সেশনের শুরুতে ৮৬ রান করা বোনারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে চার উইকেটে ২৯০ রান। উইকেটে ১২৭ রানে অপরাজিত মায়ার্স। জয়ের জন্য আর ১০৩ রান দরকার সফরকারীদের। অন্যদিকে টাইগারদের প্রয়োজন ছয় উইকেট।
আরও পড়ুন: চট্টগ্রাম টেস্ট: জয়ের জন্য উইন্ডিজের প্রয়োজন ২৮৫ রান, টাইগারদের ৭ উইকেট
ক্রিকেটের নির্দিষ্ট বল দিয়েই ক্রিকেট খেলতে হবে: মাশরাফি
এর আগে শনিবার টেস্টের চতুর্থ দিনে সফরকারীরা ৩৯৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে ১১০ রান তুলেছিল।
শেষ দিনে এই ম্যাচটি জিততে সফরকারীদের প্রয়োজন ২৮৫ রান।
২০১১ সালে ভারতের বিপক্ষে কার্ক এডওয়ার্ডসের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে অভিষেকে সেঞ্চুরি করার প্রথম ঘটনা আজ ঘটালেন মায়ার্স।
ডানহাতি অলরাউন্ডার মেহেদীর সেঞ্চুরির সুবাদে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৩০ রানে। মেহেদী আট নম্বরে নেমে ১৬৮ বলে ১৩ বাউন্ডারিতে ১০৩ রান করেন। পরে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৫৯ রানে গুটিয়ে দিয়ে ১৭১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট শুরু করে বাংলাদেশ।
আরও পড়ুন: বিসিবিতে নতুন ভূমিকায় আসতে যাচ্ছেন শাহরিয়ার নাফীস
দ্বিতীয় ইনিংসে অধিনায়ক মুমিনুলের দশম সেঞ্চুরি এবং লিটন দাসের ষষ্ঠ ফিফটিতে ভর করে আট উইকেটে ২২৩ রান করে ৩৯৪ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।