তবে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এসব তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: দেশে করোনায় প্রথম মৃত্যু, নতুন আক্রান্ত ৪
ব্রিফিংয়ে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, নতুন আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। তিনজনই একই পরিবারের সদস্য। তারা সবাই স্থানীয়ভাবে সংক্রমিত হলেও ইতালি ফেরত প্রবাসীদের সংস্পর্শে এসেছিলেন।
আরও পড়ুন: করোনাভাইরাস নিয়ে যত ভুল ধারণা
প্রসঙ্গত, গত ৮ মার্চ প্রথমবারের মতো দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানানোর ১০ দিন পর গত ১৮ মার্চ প্রথমবারের মতো একজনের মৃত্যু হওয়ার কথা জানিয়েছে আইইডিসিআর।
আরও পড়ুন: করোনাভাইরাস: অনলাইনে ছড়িয়ে পড়া যেসব স্বাস্থ্য পরামর্শ ‘ভুয়া’
করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, প্রাণঘাতি এ ভাইরাসে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬৭ জনে।
আরও পড়ুন: করোনাভাইরাস প্রতিরোধে পরামর্শ
এছাড়া, করোনাভাইরাসে বিশ্বব্যাপী ২ লাখ ১৯ হাজার ২৪০ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ১ লাখ ২৪ হাজার ৫২৮ জন বর্তমানে চিকিৎসাধীন এবং ৬ হাজার ৮১৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯৪ হাজার ৭১২ জন (৯১ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৯ শতাংশ রোগী মারা গেছেন।