বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যদিকে সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দেশটির নেতৃত্ব দিচ্ছেন।
দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে দুই সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়।
আরও পড়ুন: বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চান রাজাপাকসে
ঢাকায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইগার গেইটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বৈঠকে শেষে দুটি সার্ক দেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে, বাণিজ্য, বিনিয়োগ ও শিপিংয়ের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোসহ পাঁচটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বাধা-বিপত্তি সত্ত্বেও হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নতি অব্যাহত রয়েছে: রাজাপাকসে
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নিতে শুক্রবার সকালে দু'দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।