কুমিল্লায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে মাস্কবিহীন চলাচল করায় জনসাধারণকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার কান্দিরপাড়, রাজগঞ্জসহ বিভিন্ন সড়কে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এ অভিযান চালান। এ সময় প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ রোধে সরকার কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে। সেই স্বাস্থ্যবিধিগুলো সাধারণ জনগণ মেনে চলছেন কি না, বিশেষ করে মাস্ক ব্যবহার করছে কি না সেটি দেখতেই প্রতিদিনের মতো আজকের অভিযান চালানো হয়েছে। এ সময় মাস্ক ছাড়া চলাচল করায় সতর্কতা হিসেবে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে।’
এ জরিমানা প্রতীকী ছিল জানিয়ে তিনি বলেন, ‘এর উদ্দেশ্য ছিল সবাইকে জানানো, সচেতন করা। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। লোকজনকে সচেতন করা, মাস্ক যেন সবাই ব্যবহার করে ও স্বাস্থ্যবিধি যেন সবাই মেনে চলে এটা নিশ্চিত করতে চেষ্টা করব। ’