সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: যশোরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নিহতরা হলেন জেলা জজ আদালতের জারিকারক রুহুল আমিন (৪০) ও অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুস সেবাহান (৬০)।
তারা দুজন সরকারি কাজে পীরগঞ্জ গিয়েছিলেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত
রুহুল আমিন সদর উপজেলার দেওগাঁও সালন্দর গ্রামের ফয়সালের ছেলে। সোবহান একই উপজেলার আকচা কাজীপাড়া গ্রামের কলিম উদ্দীনের ছেলে।
পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার এসএম মুক্তারুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ স্টেশনে পৌঁছার আগে লেভেল ক্রসিংয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
আরও পড়ুন: নড়াইলে ট্রলির সাথে সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত
তিনি আরও জানান, দিনাজপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে নিয়ে যায়।
জেলা ও দায়রা জজ মামনুর রশিদ, অতিরিক্ত জেলা জজ তারিকুল কবির, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় মাগুরায় মোটরসাইকেল চালক নিহত
জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম বলেন, ‘এটি দুঃখজনক ও নির্মম ঘটনা।’