আরও পড়ুন: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সংসদ সচিবালয় ফোরামের মানববন্ধন
শুক্রবার দুপুরে বাগাতিপাড়া উপজেলার পাঁকা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, ‘২০১৫ সালের ৩০ নভেম্বর পাঁকা ইউনিয়নের ঝিনা গ্রামের রেল লাইনের পাশ থেকে স্থানীয় স্বর্ণকার সাধন কর্মকারের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। রেলওয়ে ও সিআইডির হাত ঘুরে মামলাটির তদন্তের দায়িত্ব পড়ে পিবিআই রাজশাহীর এসআই সাইদুর রহমানের ওপর। তদন্তে নেমেই এলাকার শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সম্ভ্রান্ত পরিবারের লোকজনকে ভয় দেখিয়ে টাকা দাবি করেন তিনি। টাকা না পেয়ে বৃহস্পতিবার ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এস আই সাইদুল। তাই এলাকাবাসী এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন।’
আরও পড়ুন: যুক্তরোষ্ট্রে পারিবারিক ইমিগ্রেশন ভিসা চালুর দাবিতে সিলেটে মানববন্ধন
অনুষ্ঠিত মানববন্ধনে পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন ও এলাকার নির্যাতিত সাধারণ নারী-পুরুষ এ সময় বক্তব্য রাখেন।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন এসআই সাইদুর রহমান।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নড়াইলে শিক্ষকদের মানববন্ধন