রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্টসহ সাধারণ মানুষ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি। আগুন লাগার ঘটনায় কেউ আহত ও নিহত হয়নি বলে জানিয়েছেন রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মোস্তফা মহসিন।
আরও পড়ুন: গাজীপুরে কেমিকেল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ৩২
সৌদি আরবে অগ্নিকাণ্ডে দুই ভাইসহ বাংলাদেশি ৬ শ্রমিক নিহত
আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে একটু ধোঁয়া দেখা গেলেও মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলেও ঘটনাস্থলে যাওয়ার জায়গার সমস্যার কারণে কাজ করতে ব্যাঘাত ঘটে। এ অবস্থায় আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে কলোনির লোকজন বাড়িঘর ও দোকানের মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা চালায়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই
ভারতের মহারাষ্ট্রে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ নবজাতক নিহত
আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
এদিকে, শহরের প্রধান সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা হওয়ায় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাঙ্গামাটির নবাগত জেলা প্রশাসক মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের জন্য তাৎক্ষণিক ত্রাণ সহায়তা প্রদানের নির্দেশের পাশাপাশি পরবর্তীতে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে আগুনে কলেজ শিক্ষিকার মৃত্যু