আচরণবিধি লঙ্ঘনের জন্য বাংলাদেশের ব্যাটার লিটন দাস ও শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারাকে যথাক্রমে তাদের ম্যাচ ফি'র ১৫ ও ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইসিসি।
দুজন খেলোয়াড় ওই আইসিসির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।
লিটনকে আইসিসি কোড অব কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের অনুচ্ছেদ ২.২০ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে যা স্পিরিট অব গেমের পরিপন্থী হিসেবে চিহ্নিত।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
এদিকে লাহিরুকে আইসিসির আচরণবিধির অনুচ্ছেদ ২৫ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে, একজন ব্যাটার আউট হয়ে ফিরে যাওয়ার সময় ভাষা, কাজ বা অঙ্গভঙ্গির ব্যবহার যা অপমানজনক হয় বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এমন ব্যবহারে এই আইন লঙ্ঘন হয়।
গতকাল রবিবার বাংলাদেশের ইনিংসে ব্যাটার লিটনকে আউট করার পর পঞ্চম ওভারে ঘটনাটি ঘটে। ব্যাটার লিটনকে আউট করার পর লাহিরু তার দিকে এগিয়ে যান এবং বাদানুবাদে জড়িয়ে পড়েন।
আরও পড়ুন: ভারতকে ১০ উইকেটে হারাল পাকিস্তান
উভয় খেলোয়াড়কে জরিমানার পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এই ম্যাচে ১৭১ রানের বড় স্কোর সত্ত্বেও শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ।