ড্যারিল মিচেল এবং জেমস নিশামের অতিমানবীয় ব্যাটিংয়ে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।
বুধবার রাতে আবুধাবিতে জয়ের জন্য ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ডের শেষ ৪ ওভারে প্রয়োজন ছিল ৫৭ রান। মিচেল এবং নিশাম ১৭তম এবং ১৮তম ওভারে যথাক্রমে ২৩ এবং ১৪ রান নিয়ে জয় অনেকটা সহজ করে নেন। শেষ দুই ওভারে কিউইদের প্রয়োজন ছিল ২০ রান। ১৯তম ওভারে মিচেল দুটি ছক্কা এবং একটি চারে এক ওভার বাকি থাকতেই জয় তুলে নেন।
মিচেল ৪৭ বলে চারটি চার ও সমান ছক্কায় ৭২ রান করে অপরাজিত থাকেন। নিশাম খেলা শেষ করে আসতে না পারলেও ১১ বলে তিন ছক্কা ও একটি চারে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন। উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়ে ৩৮ বলে ৪৬ রান করেন।
প্রথম ১০ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ছিল দুই উইকেটে ৫৮ রান। শেষ ১০ ওভারে তাদের প্রয়োজন ছিল ১০৯ রান, কিন্তু ৯ ওভারেই তারা এই রান তুলে নেন।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম সেমিতে আজ ইংল্যান্ড-নিউজিল্যান্ড মুখোমুখি
এর আগে নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। মঈন আলীর ৩৭ বলে ৫১ রানের উপর ভর করে ইংল্যান্ড ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েন।
১৯৮৩ সালের পর ইংল্যান্ড বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে পরাজিত হয়। এর আগে তারা টানা পাঁচটি বিশ্বকাপ সেমিফাইনালে জিতেছিল।
দুবাইয়ে আজ (১১ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। জয়ী দলের সাথে ১৪ নভেম্বর কিউইরা ফাইনালে মুখোমুখি হবে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: টসে জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড