শেষ আটের দৌড়ে এগিয়ে যেতে নেদারল্যান্ডসকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার কিংসটাউনের আরনোস ভেল ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র পর্বে প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ থাকলেও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে জ্বলে উঠেছে সাকিবের ব্যাট। তার অপরাজিত ৬৪ রানের ইনিংসটি টাইগারদের সর্বোচ্চ। ৯টি চারের সাহায্যে ৪৬ বলে এই রান করেন তিনি।
এছাড়া ওপেনার তানজিদ তামিম ৩৫ ও মাহমুদউল্লাহ ২৫ রান করেছেন।
ডাচদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আরিয়ান দত্ত ও ভ্যান মিকারেন।
আরও পড়ুন: বাংলাদেশের হারে ‘আইসিসির আইনকে’ কাঠগড়ায় তুললেন বিশ্লেষকরা
এদিন ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই আরিয়ান দত্তের বলে ১ রান করে আউট হন অধিনায়ক শান্ত। আরিয়ানের দ্বিতীয় ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে ধরা পড়েন বাংলাদেশ অধিনায়ক।
এরপর ভিভিয়ান কিংমাকে পিটিয়ে তৃতীয় ওভারে ১৮ রান তোলেন তানজিদ। কিন্তু পরের ওভারে আরিয়ানের প্রথম বলেই দারুণ এক ক্যাচে লিটন দাসকে সাজঘরে ফেরান এঙ্গেলব্রেখট। লিটনও ১ রান করে ফিরে গেলে ব্যাটিংয়ে আসেন সাকিব। তানজিদকে নিয়ে তিনি সাবলীল খেলতে থাকেন। তবে ৮.৩ ওভারে তানজিদ ২৬ বলে ৩৫ রান করে আউট হয়ে গেলে ভাঙে ৪৮ রানের জুটি।
এরপর তৌহিদ হৃদয় এসেও বেশিক্ষণ টিকতে পারেননি। পরে মাহমুদউল্লাহ ক্রিজে এসে সমানে ব্যাট চালাতে থাকেন। কিন্তু ২১ বলে ২৬ রান করে আজও সীমান্তে ধরা পড়েন তিনি। শেষের দিকে জাকের আলী আর সাকিব মিলে সংগ্রহ বাড়িয়ে নেন।
আরও পড়ুন: উত্তেজনার পারদ চড়িয়ে হেরে গেল বাংলাদেশ