সকাল সাড়ে নয়টা থেকে শুরু হওয়া ম্যাচের আগে ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজ হার ঠেকাতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। এর আগে চট্টগ্রাম টেস্টে পুরো চারদিন রাজত্ব করা টাইগারদের শেষ পর্যন্ত ৩ উইকেটের ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হয়।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: একাদশ বাছাই নিয়ে সমস্যায় বাংলাদেশ
স্বাগতিক দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। সাকিব আল হাসান ও সাদমান ইসলাম ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন। সেই সাথে মোস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখা হয়েছে। অন্যদিকে, সফরকারীদের দলে কেমার রোচের জায়গায় খেলছেন আলজারি জোসেফ।
বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেন, সাকিব আল হাসান না থাকায় তারা একাদশ সাজানো নিয়ে সমস্যায় রয়েছেন।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমান
আরও পড়ুন: ঢাকা টেস্টে সাকিবের পরিবর্তে সৌম্য
বুধবার ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ দল সাকিবকে ছাড়া খেলতে পারবে না বিষয়টি এমন নয়। তাকে ছাড়াও আমরা খেলেছি এবং জয়ও পেয়েছি। তাই আমরা তার অনুপস্থিতি নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদেরকে খেলতে হবে এবং যারা আছে তাদেরকে দিয়েই ভালো ফলাফল বের করে আনতে হবে।’
‘যেহেতু সাকিব ও সাদমান ঢাকা টেস্টে খেলছে না, তাই দুজন ক্রিকেটার সুযোগ পেতে পারে। সাদমানের পরিবর্তে একজন টপঅর্ডার ব্যাটসম্যান এবং আরেকজন লেটার অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন। একইসাথে আমাদের এমন একজন ক্রিকেটারকে নিতে হবে যে একইসাথে বল ও ব্যাট হাতে ভূমিকা রাখতে পারবে,’ বলেন তিনি।
আরও পড়ুন: ঢাকা টেস্টে খেলছেন না সাকিব
আরও পড়ুন: চট্টগ্রাম টেস্ট: হেরেই গেল বাংলাদেশ
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ চৌধুরী রাহী।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট, জন ক্যাম্পবেল, শায়েস মোসলে, এনক্রুমা বোনার, কাইল মায়ার্স, জার্মেইন ব্লাকউড, যশুয়া দা সিলভা, রাহকিম কর্নওয়েল, আলজারি জোসেফ জমেল ওয়ারিকান ও শ্যানন গ্যাব্রিয়েল।