মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে। তবে এই ম্যাচে একাদশ সাজানো নিয়ে সমস্যায় পড়েছে বাংলাদেশ।
ইনজুরির কারণে অলরাউন্ডার সাকিব আল হাসান ঢাকা টেস্ট থেকে ছিটকে পড়েছেন, সেই খবর সবারই জানা। তার পরিবর্তে ডাক পেয়েছেন বামহাতি সৌম্য সরকার। বুধবার বিসিবি জানিয়েছে, ওপেনার সাদমান ইসলামও ইনজুরির কারণে এই টেস্টে খেলতে পারবেন না।
বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন, সাকিব আল হাসান না থাকায় তারা একাদশ সাজানো নিয়ে সমস্যায় রয়েছেন।
বুধবার ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ দল সাকিবকে ছাড়া খেলতে পারবে না বিষয়টি এমন নয়। তাকে ছাড়াও আমরা খেলেছি এবং জয়ও পেয়েছি। তাই আমরা তার অনুপস্থিতি নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদেরকে খেলতে হবে এবং যারা আছে তাদেরকে দিয়েই ভালো ফলাফল বের করে আনতে হবে।’
চট্টগ্রাম টেস্টে খেলেননি এমন দুজনকে ঢাকা টেস্টে সুযোগ দেয়া হতে পারে বলে মুমিনুল ইঙ্গিত দিয়েছেন।
‘যেহেতু সাকিব ও সাদমান ঢাকা টেস্টে খেলছে না, তাই দুজন ক্রিকেটার সুযোগ পেতে পারে। সাদমানের পরিবর্তে একজন টপঅর্ডার ব্যাটসম্যান এবং আরেকজন লেটার অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন। একইসাথে আমাদের এমন একজন ক্রিকেটারকে নিতে হবে যে একইসাথে বল ও ব্যাট হাতে ভূমিকা রাখতে পারবে,’ বলেন তিনি।
সাদমানের অনুপস্থিতি সাইফ হাসানের জন্য একটি সুযোগ তৈরি করতে পারে। তবে তিনি মাত্র দুটি টেস্ট খেলেছেন, এখনও ক্রিকেটের সর্বোচ্চ স্তরে তার দক্ষতা প্রমাণ করতে পারেননি। সাকিবের বদলি হিসেবে টেস্ট দলে যোগ দেয়া সৌম্য সরকার ব্যাটিং অর্ডারে ছয় নম্বরে জায়গা পেতে পারেন।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলার অনুমতি চাইলেন সাকিব
চট্টগ্রাম টেস্টের শেষদিনে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ২৮৫ রান। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। তবে বাংলাদেশ একজন পেসার ও তিনজন স্পিনার দিয়ে প্রতিপক্ষের ৭ উইকেট তুলে নিতে ব্যর্থ হয়। ফলে পুরো চারদিন রাজত্ব করা বাংলাদেশকে শেষ পর্যন্ত ৩ উইকেটের ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হয়। ২ ম্যাচের সিরিজেও পিছিয়ে পড়ে বাংলাদেশ। ঢাকায় তাই আরেকজন পেসার খেলার কথা চিন্তা করা হচ্ছে বলে জানান মুমিনুল।
‘চট্টগ্রামে যা ঘটেছে তা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাচ্ছি না। আমরা ঢাকা টেস্টে আরও বেশি পেসারকে অগ্রাধিকার দেয়ার পরিকল্পনা করছি। তবে আমাদের আগে উইকেট দেখতে হবে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। উইকেট পেস আক্রমণের জন্য সহায়ক মনে হলে আমরা আরও পেসার অন্তর্ভুক্ত করব, অন্যথায়, আমরা একটি স্পিনভিত্তিক আক্রমণ সাজাবো,’ বলেন মুমিনুল।
আরও পড়ুন: ঢাকা টেস্টে সাকিবের পরিবর্তে সৌম্য
চট্টগ্রামে খেলা মুস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশের স্কোয়াডে আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মাহমুদ রয়েছেন। একাদশে কাকে রাখা হতে পারে সে বিষয়ে মন্তব্য করেননি মুমিনুল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আবু জায়েদ চৌধুরী রাহী।
আরও পড়ুন: সাকিবকে বিগ ব্যাশে নিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার আপত্তি
অলরাউন্ডার সাকিবের শ্বশুরের ৭২ বছর বয়সে মৃত্যু