নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেছেন, নিউজিল্যান্ডে অতীতে যা ঘটেছে তা নিয়ে তারা খুব একটা চিন্তিত নন। শনিবার (১ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্টে ব্ল্যাকক্যাপদের বিপক্ষে টাইগার অধিনায়ক নতুন শুরুর প্রত্যাশার কথা জানিয়েছেন।
নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাটে মোট ৩২টি ম্যাচ খেলেও জয়ের পাল্লা শূন্য বাংলাদেশের।
শুক্রবার (৩১ ডিসেম্বর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘অতীতে কী হয়েছে তা নিয়ে আমরা বেশি ভাবছি না। আমরা নতুন বছরে ভালো করার কথা ভাবছি।’
আরও পড়ুন: আইসিসির ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব
নিউজিল্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ ১১ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। দুই দিনের অনুশীলন ম্যাচ দিয়ে সিরিজের আগে প্রস্তুতির জন্য তারা মাত্র ১০ দিনের সময় পেয়েছে।
সিরিজের প্রস্তুতির জন্য অনুশীলনের সময়গুলো যথেষ্ট উল্লেখ করে মুমিনুল বলেন, ‘আমরা ভালো পর্যায়ে আছি। আমি বিশ্বাস করি আমাদের সেরা ক্রিকেট খেলতে আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে। আমরা জানি নিউজিল্যান্ডে আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কিন্তু সেটা নিয়ে বেশি চিন্তা করলে আমাদের স্বাভাবিক খেলার ক্ষতি হবে। প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে।’
নিউজিল্যান্ডে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্বাগতিকদের পেস বোলিং মোকাবিলা করা। এ প্রসঙ্গে মুমিনুল বলেন, আমরা এ বিষয়ে সচেতন এবং কিউই পেস আক্রমণের চ্যালেঞ্জ নিতে আত্মবিশ্বাসী।
আরও পড়ুন: বিপিএল-২০২২: একই দলে তামিম-মাশরাফি-রিয়াদ
বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, ‘কিউইদের দুর্দান্ত পেস-বোলিং আক্রমণ রয়েছে এবং আমরা সবাই জানি যে তাদের বিরুদ্ধে খেলতে হলে আমাদের এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। নিউজিল্যান্ডের উইকেট সব সময়ই পেসারদের জন্য সহায়ক এবং এবারও তার ব্যতিক্রম নয়।
বাংলাদেশ দলের পেসারদের নিয়েও মুমিনুল আশাবাদী। তিনি বলেন, তাসকিন সর্বশেষ ম্যাচে অনেক ভালো বল করেছে। এবাদত ও রাহিও ভালো করেছে। নিউজিল্যান্ড সিরিজে তাদের ভালো করতে দেখে আমি সত্যিই উচ্ছ্বসিত। এই সিরিজে তাদের অনেক কাজ করতে হবে।
মাহমুদুল হাসান জয়কে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুমিনুল। ডানহাতি এই ব্যাটার এখন পর্যন্ত মাত্র নয়টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছেন। এর মধ্যে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে তার।
আরও পড়ুন: ব্যাটিং পরামর্শক হিসেবে ফিরছেন জেমি সিডন্স
মুমিনুল বলেন, মাহমুদুল আমাদের জন্য একটি দুর্দান্ত সম্ভাবনা। আমি বিশ্বাস করি তার বড় খেলোয়াড় হওয়ার ক্ষমতা আছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় যখন প্রথমবার দেখেছিলাম, তখনই খুব দারুণ মনে হয়েছে তাকে। অঅমার বিশ্বাস সে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সুপারস্টার হতে পারে।
এই সিরিজে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে মিস করছে বাংলাদেশ। তামিম ইনজুরি কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় এবং সাকিব আল হাসান পারিবারিক কারণে দলের বাইরে রয়েছেন।