বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ৫০ ওভারের সংস্করণের আগে বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
৩৮ বছর বয়সী এই পেসার ২০২০ সালের ডিসেম্বরে শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ খেলেছেন। সংসদ সদস্য হিসেবে রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে তিনি ক্রিকেটের বাইরে ছিলেন।
একটি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন উল্লেখ করে মাশরাফি গণমাধ্যমকে বলেন, শুধুমাত্র অল্প রান আপে কয়েকটি বল করেছি।
তিনি বলেন, ‘আমি কিছুটা পিঠের ব্যথায় ভুগছি। সুস্থ হতে একটু সময় লাগবে। আমি ধীরে ধীরে শুরু করছি।’
আরও পড়ুন: লক্ষ্য ছিল নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো: এবাদত
এসময় আগামী সপ্তাহের মধ্যেই পুরো রান-আপ নিয়ে বোলিং শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেন মাশরাফি।
২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ঢাকা দলের প্রতিনিধিত্ব করবেন এই অভিজ্ঞ বোলার।
চলতি সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের জন্য টেস্ট দলের প্রশংসা করেছেন সাবেক এই অধিনায়ক। বাংলাদেশের ক্রিকেটে এটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় জয় বলে অভিহিত করেন মাশরাফি।
তিনি বলেন,‘আমি এটাকে 'সেরা জয়ের একটি' বলতে পছন্দ করি না, এটি আসলে আমার কাছে সেরা জয়।’
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়
মাশরাফি আরও বলেন, ‘নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন। আমাদের সেরা খেলোয়াড়রা এই সিরিজে নেই। আপনি যদি এই বিষয়গুলো মনে রাখেন তবে এটি ছিল আমাদের জন্য সেরা জয়।’
মাশরাফির মতে, বাংলাদেশের পেস বোলাররা প্রতিটি ফরম্যাটেই ধীরে ধীরে উন্নতি করছে। তিনি বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে এবাদত হোসেন যা করেছে তা তার দীর্ঘ পরিশ্রমের ফল।
তিনি বলেন, আপনি যদি আমাদের টি-টোয়েন্টির পরিসংখ্যান দেখেন, আমাদের পেসাররা সেখানে ভালো করেছে। টেস্ট এমন একটি ফরম্যাট যেখানে আমাদের পেসাররা দীর্ঘ সময় ধরে কাজ করছে। এর জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে। তাসকিনের (আহমেদ) দিকে লক্ষ্য করলে দেখা যাবে, সে ভালো করতে শুরু করেছে। এবাদত ইতোমধ্যে সে কি করতে পারে তার প্রমাণ দিয়েছে। আর রাহিও (আবু জায়েদ) ভালো করছে। তাদের ওপর আমাদের আরও বিশ্বাস করতে হবে এবং এটি শেষ পর্যন্ত তাদের টেস্টে আরও ভালো করতে সাহায্য করবে।
ইতিহাস গড়ে স্বাগতিক নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটাই মুমিনুল হকদের প্রথম জয়। এটি ছিল ২০১৩ সালের পর নিউজিল্যান্ডে কোনো এশিয়ান দলের প্রথম টেস্ট জয়। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে।
আরও পড়ুন: হাতে ৩ সেলাই, দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত মাহমুদুল হাসান