টি-২০ বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১। প্রায় ছয় বছর পর স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তানের সাথে। আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম-এ টি-২০ ম্যাচের মাধ্যমে সিরিজটির উদ্বোধন হবে। লকডাউনের প্রকোপ কেটে ওঠার পর সরাসরি মাঠে গিয়ে খেলা দেখা উন্মুক্ত করে দেয়া হয়েছে। আর যে কোন জায়গা থেকে খেলাগুলো লাইভ স্ট্রিমিং -এর ব্যবস্থা তো থাকছেই। কিভাবে বাংলাদেশ থেকে খেলাগুলো সরাসরি উপভোগ করা যাবে- তারই বিস্তারিত থাকছে এই ফিচারে।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১
বাংলাদেশ ও পাকিস্তান-এর মধ্যকার এই দুই দেশীয় ক্রিকেট সিরিজে মোট খেলা হবে পাঁচটি। পর পর তিনটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচের পর দুইটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী টি-২০ ম্যাচের পরের দিন-ই তথা ২০ নভেম্বর একই সময় এবং একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-২০ ম্যাচ। তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি ভেন্যু ও সময় অপরিবর্তিত রেখে অনুষ্ঠিত হবে দুই দিন বাদে অর্থাৎ ২২ নভেম্বর।
আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকেট বিক্রি বৃহস্পতিবার
তারপর ২৬ থেকে ৩০ নভেম্বর অব্দি পাঁচ দিনের টেস্ট ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় প্রতিদিন সকাল ১০টায়।
দ্বিতীয় পাঁচ দিনের টেস্ট ম্যাচের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১ এর, যেটি অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম-এ ৪ থেকে ৮ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টায়।
যে প্ল্যাটফর্মগুলোতে খেলাগুলোর লাইভ স্ট্রিমিং হবে
১৯ নভেম্বর থেকে শুরু করে ৮ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি (জিটিভি)। টেলিভিশনের ছাড়াও ইন্টারনেট সংযোগের মাধ্যমে কম্পিউটার এবং যে কোন স্মার্টফোন থেকে গাজী টিভি অ্যাপ দিয়ে দেখা যাবে খেলাগুলো।
বাংলাদেশিরা বাংলাদেশ বনাম পাকিস্তানের এই সিরিজের প্রতিটি খেলার ফ্রি লাইভ স্ট্রিমিং -এর সুবিধা পাবেন জনপ্রিয় ভিডিও শেয়ারিং ও সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ইউটিউবে। জিটিভি ও টি-স্পোর্টস তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই সুবিধা দিবে বাংলাদেশি দর্শকদের। টঙের দোকান থেকে শুরু করে চলন্ত গাড়িতে বসে সরাসরি উপভোগ করা যাবে মাহমুদুল্লাহ ও বাবর আজমের টীমের মধ্যকার ক্রিকেট যুদ্ধ।
এছাড়াও দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে ব্যান টেক ও র্যাবিটহোল বিডি স্পোর্টস এর গ্রাহকরা সরাসরি দেখতে পারবেন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রতিটি খেলা। বাংলাদেশ ছাড়াও র্যাবিটহোল তাদের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে মোট ১৯৬টি দেশে এই সিরিজটি দেখার সুযোগ করে দিচ্ছে।
আরও পড়ুন: ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ-ভারত
স্পোর্টস স্ট্রিমিং-এ বাংলাদেশি প্ল্যাটফর্ম
করোনাকালীন সময়ে স্পোর্টসপ্রেমীদের মাঠে গিয়ে খেলা দেখার কষ্ট লাঘব করা সম্ভব না হলেও প্রতিটি খেলা তাদের সামনে সরাসরি পৌঁছে দিতে বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্মগুলোর চেষ্টা ছিলো চোখে পড়ার মত।
২০১৭ সালে শুরু হওয়া স্পোর্টস ওটিটি মাধ্যম বাংলাদেশ ক্রিকেট স্পোর্টস স্ট্রীমিং-এ এখন জনপ্রিয় একটি নাম। করোনাকালীন সময়ে বাংলাদেশের সবগুলো সিরিজ-ই প্রচার করেছে র্যাবিটহোল। বসুন্ধরা গ্রুপের তিতাস স্পোর্টস (টি স্পোর্টস) বাংলাদেশের প্রথম স্যাটেলাইট স্পোর্টস চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে ২০২০ এর ৯ নভেম্বর। ব্যান টেক তাদের কার্যক্রম শুরু করে ২০২১ এর ২৩ মে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে আন্তর্জাতিক সিরিজ সম্প্রচারের মধ্য দিয়ে। বিপণন প্রতিষ্ঠানটি বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)-এর কাছ থেকে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাগতিক ক্রিকেট সিরিজগুলোর সম্প্রচারের স্বত্ব নিলামে কিনে নিয়েছে।
আরও পড়ুন: মুশফিককে বাদ দিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা
শেষাংশ
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ-এর পুরোনো উন্মাদনায় এবার টিভি চ্যানেলের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলো প্লাবিত হবে। বরাবরের মত ক্রিকেট পরিসংখ্যান বিরূপ প্রতিক্রিয়া দেখালেও বাংলাদেশি সমর্থকদের বিপুল প্রত্যাশার দৃষ্টি থাকবে মাহমুদুল্লাহর দলের উপর। টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের জন্য স্পটলাইটটা অধিকাংশ সময়ই থাকবে পাকিস্তানের শাদাব খানের উপর। অপরদিকে প্রতিশ্রুতিশীল তারুণ্যদ্বীপ্ত বাংলাদেশ টীম তাদের লড়াকু খেলায় সার্থক করে তুলবে বাংলা স্পোর্টসপ্রেমীদের লাইভ স্ট্রিমিং।