তিন টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শনিবার ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে পাকিস্তান দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।
আগামী ১৯ নভেম্বর দু’দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২০ ও ২২ নভেম্বর হওয়ার কথা রয়েছে। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি সিরিজের পর ২৬ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দু’দলের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সবগুলো ম্যাচ জয়লাভ করেছিল পাকিস্তান। তবে ১১ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে দ্বিতীয় সেমিফাইনালে তারা অস্ট্রেলিয়ার কাছে পাঁচ উইকেটে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ করে।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), সাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, শোয়েব মালিক, উসমান কাদির।
আরও পড়ুন: ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
টাইগারদের বিশ্বকাপ ব্যর্থতার পর্যালোচনা করতে বিসিবির কমিটি গঠন