জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেও বুধবার হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। চলমান ওয়ানডে সিরিজে টস জিতে তৃতীয়বারের মতো বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে স্বাগতিকরা।
সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় আজ টাইগারদের চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ।
প্রথম ম্যাচে ৩০৩ ও দ্বিতীয় ম্যাচে ২৯০ রান করে বাংলাদেশ। দু’ম্যাচেই স্বাগতিকরা পাঁচ উইকেট জয় তুলে নেয়। উভয় ম্যাচেই জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা দুর্দান্ত শতক হাঁকান।
লিটন দাস ইনজুরিতে পড়ায় নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ।
আজকের ম্যাচটি বাংলাদেশের ৪০০তম ওয়ানডে। যুগান্তকারী এই অর্জনে জয় পেতে মরিয়া তামিম ইকবাল বাহিনী।
বাংলাদেশ একাদশে আজ দুটি পরিবর্তন আনা হয়েছে। শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের জায়গায় এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান একাদশে সুযোগ পেয়েছেন।
সিকান্দার রাজা আজ জিম্বাবুযয়ে দলের নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান
জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমানি, তাকুদজওয়ানাশে কাইতানো, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে (উইকেট রক্ষক), টনি মুনয়োঙ্গা, লুক জংওয়ে, ব্র্যাড ইভান্স, ভিক্টর নিয়াউচি, রিচার্ড এনগারাভা