বাংলাদেশের ফুটবল ও দাবা খেলায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সহ সভাপতি তরফদার এম রুহুল আমিন।
শুক্রবার বিকালে কলকাতার স্যার জেমস স্কুল মিলনায়তনে এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর, কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি এবং এলাহাবাদ হাইকোর্টের বর্তমান বিচারপতি শ্যামল কুমার সেন পুরস্কারটি তরফদার এম রুহুল আমিনের হাতে তুলে দেন।
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির সভাপতি ড. টিএইচ আয়ারল্যান্ডের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জিওসি ইন চিফ (হেড কোয়ার্টার) লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ ও কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কনস্যুলার এম বশির আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তরফদার এম রুহুল আমিন চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আলোচনায় আসেন। তিনি
করোনাকালীন সময়ে ৬৪ জেলার ১০০টি ফুটবল ক্লাব ও এক হাজার খেলোয়ারকে আর্থিক সহযোগিতা দেন। এছাড়াও বিভিন্ন ক্লাব ও খেলার সংগঠনগুলোকে কম্পিউটার এবং অন্যান্য কারিগরি সহযোগিতা করেন।
আরও পড়ুন: ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব: মাগুরায় মাদরাসাছাত্রকে কুপিয়ে হত্যা
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় রাজধানীতে ‘গলি গ্রাফিতি’
বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল: উভয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর পৌরসভা