বুধবার প্রায় দুই ঘণ্টার শীতের বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। এছাড়া শ্রীমঙ্গলের উত্তর-পূর্ব অঞ্চলেও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর ঢাকায় চার মিলিমিটার ও শ্রীমঙ্গলে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে
এ সময়ে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে বুলেটিনে যোগ করা হয়েছে।