বিভিন্ন উপজেলাতে ইটভাটায় লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকা, কৃষি জমি ব্যবহার, ড্রাম চিমনির ব্যবহার, জ্বলানি কাঠের ব্যবহারসহ নানা অনিয়মের বিরুদ্ধে রবিবার সারা দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আরও পড়ুন: করোনা: মাস্ক পরা নিশ্চিতে রাজধানীতে শিগগির ভ্রাম্যমাণ আদালত
সংশ্লিষ্টরা জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর বিভিন্ন ধারায় অভিযুক্ত ইটভাটাগুলোকে জরিমানা করা হয়।
আরও পড়ুন: গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাগুরা সদরে রিয়া ও শাপলা ব্রিক্সকে ১ লাখ করে মোট ২ লাখ টাকা, শ্রীপুরে এসএবি ইটভাটাকে দেড় লাখ টাকা, মহম্মদপুরে নদী ব্রিক্সকে ৫০ হাজার টাকা ও শালিখা উপজেলায় পাঁচটি ইটভাটাকে মোট ৩০ লাখ ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৩৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আরও পড়ুন: ঈদ: চট্টগ্রামে মসলার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
জেলা প্রশাসন জানায়, জেলা ও থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় শালিখা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আরও পড়ুন: গুলশানে ডিএনসিসি’র ভ্রাম্যমাণ আদালত, ৫০ হাজার টাকা জরিমানা
অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন কার্যালয়।