শরীয়তপুরে বিপুল পরিমাণ কচ্ছপ জব্দ করে কীর্তিনাশা নদীতে অবমুক্ত করা হয়েছে।
মোংলা-চট্টগ্রাম মহাসড়কের মনোহর বাজর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে শনিবার ভোরে কচ্ছপগুলো জব্দ করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এগুলো অবমুক্ত এবং বাসের সুপারভাইজারকে জরিমানা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় জানায়, জিএস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে প্রায় ১৫০ কচ্ছপ পরিবহন করা হচ্ছি। পথে আংগারিয়া ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে এগুলো জব্দ এবং বাসের সুপারভাইজার সেলিম হোসেনকে আটক করেন।
পরে বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমান শেখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেলিম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা এবং কচ্ছপগুলো কীর্তিনাশা নদীতে অবমুক্ত করেন।
মাহাবুর রহমান বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে কচ্ছপ পরিবহন করার অপরাধে একজনকে জরিমানা করা হয়। জব্দ কচ্ছপ কীর্তিনাশা নদীতে অবমুক্ত করা হয়েছে।’