দেশে-বিদেশে ‘সরকার বিরোধী অপপ্রচার’কে ‘সমন্বিত উপায়ে’ মোকাবিলা করার এবং সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা বাংলাদেশ সম্পর্কে বানোয়াট ও ভুল তথ্যের বিরুদ্ধে সঠিক তথ্য উপস্থাপনের কার্যকর উপায় খুঁজতে নিয়মিত বসবেন।
রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: ফেসবুকে সরকার বিরোধী পোস্ট: কার্টুনিস্টসহ কারাগারে ২
এ সময় আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কাজটি সমন্বয় করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, এটি একটি রুদ্ধদ্বার বৈঠক এবং মিডিয়াকে জানানোর কিছু নেই।
আরও পড়ুন: সরকার বিরোধীদল নির্মূলের চেষ্টা করছে: বিএনপি
সরকার বিরোধী অপপ্রচার মোকাবিলা করুন: ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী