ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ শাহিনুর রহমান মামলার সুষ্ঠ তদন্তের প্রয়োজনে আদালতে হেলেনাকে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।
আরও পড়ুনঃ আ’লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীর আটক
এ সময় আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ জহিরুল ইসলাম রিমান্ড বাতিলের আবেদন করেন।
অপরদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু রিমান্ডের জোর দাবি জানান। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হেলেনা জাহাঙ্গীরকে হাজির করা হয়।
উল্লেখ্য বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসভবনে দীর্ঘ চার ঘণ্টার অভিযান শেষে রাত ১২টার দিকে তাকে আটক করা হয় এবং পরে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
র্যাব -১ এর সিম্যান মো. মজিবুর রহমার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে হেলেনার বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন।