পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য বাংলাদেশ উন্মুক্ত থাকবে।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
নির্বাচনের অবাধ ও সুষ্ঠু প্রকৃতি এবং উচ্চ ভোটার উপস্থিতির ওপর জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত মিলারকে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে অবহিত করেন।
আরও পড়ুন: শান্তি মিশনে সরকারি কর্মকর্তাদের পাঠানোর প্রস্তাবে মন্ত্রণালয়ের সায়
তারা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে এবং প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনসহ মানবাধিকারের ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতার উপায় নিয়েও আলোচনা করেন।
জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক কার্যক্রমে সবচেয়ে বড় দাতা হওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান ড. মোমেন। এ সময় জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী যুক্তরাষ্ট্রকে ভাসানচরে মানবিক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যে টিকা সহায়তা পেয়েছে তার কথা বিশেষভাবে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে নববর্ষের শুভেচ্ছা ব্লিনকেনের
কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে করোনার ২৮ মিলিয়ন টিকা পেয়েছে এবং অদূর ভবিষ্যতে আরও পাবে।
সরকার ও জনগণের কাছ থেকে উষ্ণ আতিথেয়তা পাওয়ায় বাংলাদেশের সময়টা তার কর্মজীবনের সেরা সময়। সব ধরনের সহযোগিতা ও সমর্থনের জন্য ড. মোমেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান বিদায়ী রাষ্ট্রদূত।
তিনি রোহিঙ্গা ইস্যুতে শুধু মানবিক সহায়তার মাধ্যমে নয়, প্রত্যাবাসনের মাধ্যমে রাজনৈতিক নিষ্পত্তির জন্য যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এ সময় মিলার আশাবাদ ব্যক্ত করেন তার উত্তরসূরি দু’দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখবেন।
আরও পড়ুন: আওয়ামী লীগ সরকার কখনই লবিস্ট নিয়োগ করেনি, করার পরিকল্পনাও নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী