বাংলাদেশের বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় সুখী, সমৃদ্ধ ও সফল দেখতে চায়।
তিনি বলেন, আপনাদের গণতন্ত্র আপনাদের উন্নয়নের জন্য।
শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসময় তিনি বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক হৃদয়ের মাধ্যমে সংযুক্ত: দোরাইস্বামী
দোরাস্বামী যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার নিযুক্ত হওয়ায় তিনি আগামীকাল বাংলাদেশ ত্যাগ করবেন।
এর আগে বৃহস্পতিবার বিদায়ী সংবর্ধনায় দোরাইস্বামী বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক একটি ট্রেনের মতো এবং ট্রেনটিকে অবশ্যই একসঙ্গে চলে আরও মহৎ কিছু করা অব্যাহত রাখতে হবে।
দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারত মনে-প্রাণে সম্পর্কিত, এটি রক্তের বন্ধনের চেয়েও শক্তিশালী। আমরা সর্বদা এই সম্পর্কে বিশ্বাস করি।
আরও পড়ুন: শিগগিরই ভারতের ইমিগ্রেশন খুলে দেয়া হবে: দোরাইস্বামী
শেখ হাসিনার নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যাবে: দোরাইস্বামী