বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, প্রাক্তন যোগাযোগমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো প্রেস উইংয়ের এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। তিনি শিক্ষা বিস্তারে দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন।
আরও পড়ুন: সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
শেখ হাসিনা আরও বলেন, আমাদের গৌরবের পদ্মা সেতু নির্মাণে তার অনন্য অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।