পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার বলেছেন, বাংলাদেশ ‘খুবই স্থিতিশীল ও স্বচ্ছ’ গণতন্ত্র বজায় রাখে এবং যুক্তরাষ্ট্র হয়তো দুর্বল গণতন্ত্রের দেশগুলোকে ডেমোক্রেসি সামিটে আমন্ত্রণ জানিয়েছে।
রাজধানীতে একটি অনুষ্ঠানে ডেমোক্রেসি সামিট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত কয়েক বছর ধরে আমরা একটি স্থিতিশীল গণতন্ত্র পেয়েছি, একটি অত্যন্ত পরিষ্কার ও স্বচ্ছ গণতন্ত্র। অবাধ ও সুষ্ঠু ভোট হচ্ছে।
মিয়ানমার, আফগানিস্তানে অনেকেই ভোট দিতে পারে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমাদের দেশে, সমস্ত মানুষ ভোট দিতে পারে। ইচ্ছা থাকলে উপায় হয়। সেই দৃষ্টিকোণ থেকে, আমরা অনেক ভালো।
ড. মোমেন বলেন, যারা দুর্বল তাদের ডাকা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা দুই ধাপে শীর্ষ সম্মেলন করবে। প্রথম ধাপে গণতন্ত্রে দুর্বল কিছু দেশ যোগ দেবে।
আরও পড়ুন: সব দেশ স্বীকার করেছে রোহিঙ্গারা যেন দেশে ফেরত যায়: পররাষ্ট্রমন্ত্রী