সাভারের আশুলিয়ায় পূর্বশত্রুতার জেরে পিটুনিতে আহত পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাকিবুল ইসলাম উজ্জল (২৪) বগুড়া জেলার সারিয়াকান্দি থানার চন্দনবাইশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আশুলিয়ার ভাদাইল এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে নতুন ইপিজেডে প্যাক্সার বাংলাদেশ লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।
এর আগে, রবিবার রাতে বাসা থেকে ডেকে নিয়ে আশুলিয়ার ভাদাইলের মধ্যপাড়া এলাকায় রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় রাকিবকে।
নিহতের স্বজনরা জানান, অনেক দিন আগে উজ্জলের বন্ধু গোলাম রাব্বানীর সঙ্গে মেয়েঘটিত বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। একই কারণে উজ্জলের সঙ্গে জুয়েল নামে আরেকজনের মারামারিও হয়। এ ঘটনার জেরে গতকাল (রবিবার) রাতে জুয়েল ফোন দিয়ে বাসার পাশে উজ্জলকে ডেকে নিয়ে যায়। সেখানে গেলে জুয়েলসহ আগে উপস্থিত থাকা পাঁচ-সাতজন উজ্জলকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে আহত অবস্থায় উজ্জলকে উদ্ধার করে প্রথমে নারী ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় এনাম মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন ডাক্তাররা। সেখানে সোমবার সকালে উজ্জল মারা যায়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজু মন্ডল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোমবার মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।