ঢাকায় সমাবেশ করতে হলে আওয়ামী লীগ ও বিএনপিকে একই শর্ত মানতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘রাস্তায় কোনো ঝামেলা ও জনসাধারণের কোনো অসুবিধা করতে পারবেন না।’
বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিতএক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আইন অনুযায়ী সমাবেশ না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অর্পিত দায়িত্ব পালন করবে। সমাবেশ কোথায় হবে তার অনুমতি এখনও দেওয়া হয়নি।’
বায়তুল মোকাররম ও নয়া পল্টনে যথাক্রমে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের ঘোষণার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুনেছি। ওইসব স্থানে সমাবেশ করার বিষয়ে তারা অনড় থাকলে আমরা উভয় দলের জন্য কিছু শর্ত রাখব।
তিনি বলেন, ‘অনুমতির দায়িত্ব পুলিশ কমিশনারের। তিনি সিদ্ধান্ত নেবেন কী করবেন।’
আরও পড়ুন: একদিন পিছিয়ে শুক্রবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ
আগামীকাল সমাবেশে সহিংসতার কোনো হুমকি দেখছেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে সরকারের কোনো বাধা নেই।
তিনি বলেন, ‘তবে তাদের উচিত নিয়ম-কানুন এবং দেশের আইন-কানুন মেনে চলা। আমরা তাদের কাছে আবেদন জানাবো জনসাধারণের ভোগান্তি সৃষ্টি না করার জন্য। আমি তাদের জনদুর্ভোগের কারণ না হওয়ার জন্য অনুরোধ করব।’
উভয় পক্ষকে সড়কে যানবাহন চলাচল বন্ধ না করার এবং ভাঙচুর না করারও আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: মহাসমাবেশের আগে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের নিন্দা রিজভীর