রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে আলোচনা করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সোমবার সংলাপ শুরু করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে বলেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সংলাপ শুরু হবে।
তিনি বলেন, সোমবার বিকাল ৪টায় বঙ্গভবনে হতে যাওয়া রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল যোগ দেবে।
জয়নাল আবেদীন বলেন, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলকে ইতোমধ্যে সংলাপে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের পাঁচ বছর মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে।
ইসির ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধতি ৩৯টি রাজনৈতিক দল রয়েছে। কিন্তু সংসদে মাত্র ৯টি দলের প্রতিনিধিত্ব রয়েছে।
এ দলগুলো হলো-বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও জাতীয় পার্টি (জেপি)।
এদিকে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এ সংলাপে যোগ দেয়ার বিষয়ে তাদের অবস্থান এখনও পরিষ্কার করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক জ্যৈষ্ঠ নেতা বলেন, তাদের দল হইতো সংলাপে যোগ দেবে না। কেননা তারা মনে করেন নতুন নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের ইচ্ছা মতো গঠিত হবে।
তিনি বলেন, সংলাপে যোগ দেয়ার পরিবর্তে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ সম্মিলিত একটি চিঠি রাষ্ট্রপতিকে দেয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: ইসি গঠন: আগামী সপ্তাহে সংলাপ শুরু করবেন রাষ্ট্রপতি