বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে এক কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র পূর্বফাঁড়ির বিলে এই অভিযান চালানো হয়।
বিজিবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোরে বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি চৌকস আভিযানিক টহলদল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র পূর্বফাঁড়ির বিল এলাকায় অবস্থান গ্রহণ করে।
আরও পড়ুন: কক্সবাজারে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ৫
পরবর্তীতে ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে কয়েকজন ইয়াবা ব্যবসায়ী পায়ে হেঁটে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে আনুমানিক ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি ৮০ লাখ টাকা।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।