প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘দেশের মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে। নৌকায় ভোট দেওয়ায় আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।’
আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ নিয়ে ডাকটিকিট প্রকাশ প্রধানমন্ত্রীর
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে নবনির্মিত ১২ তলা জয়িতা টাওয়ারের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তার সরকারি বাসভবন গণভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘তার সরকার নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের ক্ষমতায়ন নিশ্চিত করেছে। সুতরাং এই অগ্রগতি অব্যাহত থাকুক।’
শেখ হাসিনা বলেন, তার দল ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ গণতন্ত্র প্রত্যক্ষ করছে।
আরও পড়ুন: ধানমন্ডিতে জয়িতা টাওয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, জনগণের অধিকার এখন নিশ্চিত হয়েছে, অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নের মাধ্যমে সরকার সর্বত্র নারীর অধিকার নিশ্চিত করতে সক্ষম হয়েছে।
তিনি দেশের নারীদের অধিকারের জন্য অপেক্ষা না করে তাদের অধিকারের জন্য লড়াই করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘শুধু বলবেন না, আমাদের অধিকার দাও, আমাদের অধিকার দাও। নারীদের নিজেদের অধিকার নিজেরাই অর্জন করতে হবে।’
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি সচিব নাজমা মোবারেক এবং জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজ খান অনুষ্ঠানে বক্তৃতা দেন।
এর আগে প্রধানমন্ত্রী ধানমন্ডি ২৭ নম্বরে গিয়ে জয়িতা টাওয়ারের উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং জয়িতা টাওয়ারে জামদানি গ্যালারি ও জয়িতা মার্কেট প্লেসের উদ্বোধন করেন।
আরও পড়ুন: বাংলাদেশে স্ট্যান্ডার্ড এভিয়েশন নেভিগেশন সার্ভিসের জন্য আইসিএওর সহায়তা কামনা প্রধানমন্ত্রীর