উন্মুক্ত পদ্ধতিতে খনি থেকে কয়লা উত্তোলন দেশের জন্য আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।
তিনি বলেন,‘ওপেন পিট মাইনিং শুধুমাত্র দেশের বৃহৎ জলাভূমিকে প্রভাবিত করবে না, আমাদের মূল্যবান জমির উপরের মাটিও ধ্বংস করবে।’
শনিবার ‘টেকসই জ্বালানি নিরাপত্তার জন্য উপযুক্ত জ্বালানি মিশ্রণ-বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা দেশে কোনো উন্মুক্ত খনির অনুমতি না দেয়ার বিষয়ে সরকারের অবস্থানকে সমর্থন করেন। যদিও কিছু বক্তা বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহারের পক্ষে মত দিয়েছেন।
আরও পড়ুন: খরচ বেড়েছে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের
এসময় পরিবেশ রক্ষায় আট হাজার ৪৫১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলে সরকারের সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন ড. এলাহী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জ্বালানি সচিব মাহবুব হোসেন, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশল অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ তামিম।
জ্বালানি সচিব মাহবুব হোসেন বলেন, বৈশ্বিক বাজারের অস্থির পরিস্থিতিতে দেশের জ্বালানি খাত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
বিপিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সবচেয়ে ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান যেখানে মোট উৎপাদনের ৩৪ শতাংশ ব্যয় হয়।
তিনি আরও বলেন, ‘অনেক প্রচেষ্টা সত্ত্বেও, বিপিডিবির পক্ষে এই বিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধ করা সম্ভব হয়নি।’
আরও পড়ুন: গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী