শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সরকারের বেতন আদেশের আওতায় আনতে এক সপ্তাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করবে সরকার।
তিনি বলেন, ‘আমরা এখন এমপিও (মাসিক পে অর্ডার) তালিকাভুক্তির জন্য কাজ করছি, এক সপ্তাহের মধ্যে তালিকা প্রকাশ করা হবে।’
শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করবে, তবে তিনি সংখ্যা প্রকাশ করেননি।
আরও পড়ুন: বাজেট ২০২২-২৩: দেশে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হচ্ছে
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মুহাম্মদ আবদুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
এর আগে অর্থমন্ত্রী বৃহস্পতিবার জাতীয় বাজেট পেশ করেছেন।
শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, গত বছরের তুলনায় এবার শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট বেড়েছে ১৯ দশমিক ৭২ শতাংশ (প্রায় ২০ শতাংশ)। এছাড়া গবেষণা ও উন্নয়ন খাতেও বরাদ্দ বেড়েছে।
তিনি বলেন, শুধু তার মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় নয়, মোট ২৮টি মন্ত্রণালয় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে কাজ করছে।
প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে ২০২২-২৩ অর্থবছরে ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
আরও পড়ুন: বাজেট ২০২২-২৩: যেসব পণ্যের দাম বাড়তে পারে ও কমতে পারে
শিক্ষা খাতে বরাদ্দ এখনও দেশের জিডিপির ২ শতাংশেরও কম।
আসন্ন অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিপরীতে ৩১ হাজার ৭৬১ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিপরীতে ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা এবং কারিগরি ও মাদরাসা বিভাগের বিপরীতে ৯ হাজার ৭২৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এবার স্বাস্থ্য খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকা (মূলত ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা) বরাদ্দ করা হয়েছে, যা মোট বাজেটের প্রায় ৫.৫ শতাংশ (৫.৪৩ শতাংশ)।
তিনি বলেন, বাজেটে স্বাস্থ্য ও শিক্ষার ওপর বেশি জোর দেয়া হয়েছে। তাই, আমরা খুবই খুশি।
আরও পড়ুন: বাজেট ২০২২-২৩: পাচার হওয়া অর্থ কর দিয়ে বৈধ করার সুযোগ