মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে এসিড নিক্ষেপের মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারিক আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।
এসিড দগ্ধ রেবেকা বেগম সিংগাইর উপজেলার ধল্লা লক্ষ্মীপুর এলাকার সাহাজুদ্দিন মিয়ার স্ত্রী।
দণ্ডিত সাহাজুদ্দিন (৪৮) মিয়া একই এলাকার মৃত সামসুদ্দিন মিয়ার ছেলে।
আরও পড়ুন: মানিকগঞ্জে কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ
মামলার এজাহারসূত্রে জানা যায়, ওই নারী তার স্বামীর কথার অবাধ্য হয়ে প্রবাসে যেতে চাইলে ২০০৯ সালের ২৮মে রাতে ক্ষিপ্ত হয়ে বাড়ির অদূরে ডেকে নিয়ে স্ত্রীর মুখে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় স্বামী সাহাজুদ্দিন মিয়া। পরে ওই নারীর আত্মচিৎকারে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সাহাজুদ্দিনকে এ রায় দেন।
একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মজনু মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়েছে।